ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Anima Rakhi | আপডেট: ১৫ জুন ২০২২ - ১১:৩৬:২৪ এএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ‘ডোনেটিং ব্লাড ইজ অ্যান অ্যাক্ট অব সোলিডারিটি, জয়েন দ্য ইফোর্ট অ্যান্ড সেইভ লাইভ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৪ জুন) বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট ও মুুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের উদ্যোগে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি পরবর্তীতে রেড ক্রিসেন্ট কনফারেন্স হলে এক আলোচনা সভা ও রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব, সিলেটের কৃতি সন্তান ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী সদস্য মো. সাইফুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাবেক যুব প্রধান ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. নাজিম খানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের আজীবন সদস্য সাংবাদিক আতিকুর রহমান নগরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল, কার্যকরী কমিটির সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, ফেরদৌস চৌধুরী রুহেল, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক। সভায় স্বাগত বক্তব্য রাখেন মুজিব জাহান রক্তকেন্দ্রের ইনচার্জ ডা. মো. আবু সালেহ খান।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, আজীবন সদস্য অরূপ সেন বাপ্পী, আজীবন সদস্য ডা. আব্দুল হাফিজ শাফি, সাবেক যুব প্রধান এনামুল হক চৌধুরী সুহেল, মানবিক টিম সিলেটের প্রধান সমন্বয়ক শফি আহমদ পিপিএম, হৃৎপি- সিলেটের সভাপতি এনাম উদ্দিন, হিসাব রক্ষন কর্মকর্তা মো. ফারহান আমির জামান, রক্তকেন্দ্রের হিসাব রক্ষক সৈয়দ ইমরুল হাসান, প্রোগ্রাম অর্গানাইজার কমল পদপাল, যুব রেড ক্রিসেন্টের রক্ত বিভাগীয় প্রধান পলাশ গুন প্রমুখ।

কিউটিভি/অনিমা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৬

▎সর্বশেষ

ad