ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ভালাহাটে পাউবো দূর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারের শাস্তির দাবীতে মানববন্ধন

Anima Rakhi | আপডেট: ১১ জুন ২০২২ - ০৭:৫০:২৮ পিএম

আলি হায়দার (রুমান) ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঠিকাদার ও কর্মকর্তাদের অনিয়ম ও দূনীতির কারণে নির্মাণের দুই মাসের ব্যবধানে মহানন্দা নদীর তীর রক্ষা বাঁধ ভেঙ্গে যাওয়ার প্রতিবাদ, ঠিকাদারের লাইসেন্স বাতিল ও ঠিকাদারের করা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।শনিবার (১১ জুন)বেলা ১১ টার দিকে ভোলাহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জনপ্রতিনিধি, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবার, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।

এ সময় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মোস্তাাকিম, মহিলা ওয়ার্ড সদস্য নার্গিস খাতুন, সোহাগী খাতুনসহ অন্যরা। বক্তারা বলেন ভোলাহাটে ঠিকাদার ও কর্মকর্তাদের অনিয়ম ও দূর্নীতির কারণে নির্মাণের দুই মাসের ব্যবধানে মহানন্দা নদীর তীর রক্ষা বাঁধ ভেঙ্গে গেছে। ফলে সরকারের কোটি টাকার প্রকল্প নষ্ট হয়েছে। এর প্রতিবাদ করলে সাধারণ মানুষকে মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ার হুমকি দেন ঠিকাদার।উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন উন্নয়নের কাজ তদারকি করার দায়িত্ব থেকে খোঁজ-খবর নিতে গেলে কাজের ব্যাপক অনিয়ম দেখে প্রতিবাদ করেন এ সময় ঠিকাদার মোঃ সোহেল, দায়িত্বরত কর্মকর্তামোঃ মাহবুবুর আলমও আব্দুর রহমান অর্থ দিয়ে ম্যানেজ করার চেষ্টা চালান।

ম্যানেজ চেষ্টা ব্যার্থ হলে আদালতে মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুনের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে ঠিকাদারের লাইসেন্স বাতিলসহ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। সাথে সাথে মহানন্দা নদীর মুন্সিগঞ্জ হতে পোল্লাডাঙ্গা ১৫ শত মিটার ডান তীর সংস্কারের জন্য দাবি জানান।

কিউটিভি/অনিমা/১১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

▎সর্বশেষ

ad