
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাই উপজেলায় মহসিন আলী (৩৫) নামে এক মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার জিন্দারপুর ইউনিয়নে ত্রি-মোহনী এলাকার বামন গ্রামের ধানক্ষেতের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমাম উপজেলার বাকড়া বেলগাড়ীয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।
কলাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, ইমাম মহসিন আলী গত মঙ্গলবার আসরের নামাজের আগে পড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে জিন্দারপুর ইউনিয়নে ত্রি-মোহনী এলাকার বামন গ্রামের সড়কের পাশে ধানক্ষেতের মাঠে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মহসিন আলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কারা তাঁকে হত্যা করেছে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান।
কিউটিভি/অনিমা/০৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২২