
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সৎ, যোগ্য, শিক্ষা অনুরাগী এবং সমাজ সেবক সেবক মোহাম্মদ আনোয়ার হোসেন অভিভাবক সদস্য পদপ্রার্থী হয়েছেন। তিনি দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ২ বারের সাবেক সদস্য মোঃ আবু জাহের মাষ্টারের ছেলে।
স্কুলের এ নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। সোমবার বিদ্যালয় সংলগ্ন গোপীনাথপুর বাজারে গিয়ে দেখা গেছে অভিভাবক সদস্য পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন ভোটার ও তার কর্মীসমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদের কে আহ্বান জানান তিনি, ভোটারদের প্রত্যাশা সৎ, যোগ্য ও শিক্ষিত ব্যাক্তিদের সমন্বয়ে স্কুল পরিচালনার জন্য একটি সুন্দর কমিটি গঠিত হবে ।
অন্যদিকে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, অবকাঠামো ও শিক্ষার গুণগত মান উন্নয়নে যা যা করা দরকার তা করা হবে বলে প্রতিশ্রুতি দেন অভিভাবক সদস্য পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন ও তার পিতা বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সাবেক অভিভাবক সদস্য মোঃ আবু জাহের মাস্টার।
আগামী ০৮ই জুন গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এতে প্রায় ৪৪৫ জন অভিভাবক সদস্য ভোটার হিসাবে ভোট প্রয়োগের মাধ্যমে বিদ্যালয়টির জন্য আগামী ০২ বৎসর মেয়াদি একটি সুন্দর কমিটি গঠন করবে এমন প্রত্যাশা সাধারণ জনগণের।
কিউটিভি/অনিমা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২২