ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

সরকারী গেজেটে তালিকাভূক্তি চায় বাউরী সমাজ সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার

Anima Rakhi | আপডেট: ০৬ জুন ২০২২ - ০১:০০:১৮ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত ও জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। দেশের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা এবং কর্মসংস্থানের জন্য সার্বিক সহযোগিতা করতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সরকার প্রধান বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। যাতে দেশের সকল সম্প্রদায়ের মানুষ স্বাধীন ভাবে তাদের রুজি-রোজগার, ধর্মকর্ম এবং সংস্কৃতি চর্চা করতে পারেন। এমনকি সংখ্যায় স্বল্প হলে হলেও মূল্যায়ন সবার জন্য সমান। বাউরী সমাজকে সরকারী গেজেটে তালিকাভূক্তি করতে সার্বিক সহযোগীতার আশ^াস দিয়ে তিনি দেশের উন্নয়ন অব্যহত রাখতে সকল সম্প্রদায়ের মানুষের প্রতি সরকারকে সহযোগিতা করার আহবান জানান।

গতকাল ৫ জুন রোববার সিলেটের হিলুয়াছড়া চা বাগানস্থ দূর্গা মন্দির প্রাঙ্গনে বাউরী সমাজকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তালিকায় সরকারী গেজেটে অর্ন্তভূক্তি করার লক্ষে বাংলাদেশ বাউরী সমাজ সিলেট’র সার্বিক সহযোগিতায় ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে আয়োজি ‘আলোচনা সভা ও সাংস্কৃতিক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।বাংলাদেশ বাউরী সমাজের তথ্য সংগ্রহকারী কমিটির আহবায়ক ধনা বাউরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, বিশিষ্টি ক্রিড়াবিদ মারিয়াম চৌধুরী মাম্মি, বাংলাদেশ ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক যোহন সাংমা, মালনীছড়া চা বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. আজম আলী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালী কার্যকরী পরিষদ সভাপতি রাজু গেয়ালা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোমা বাউরী, শ্যামলী বাউরী ও জয়া গঞ্জু। বাউরী সমাজের শিল্পীদের কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে শুরু হওয়া আলোচনা সভা পরবর্তি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউরী সমাজের ঐতিহ্য এবং নিজস্ব সংস্কৃতির উপস্থাপন করেন বাউরী সম্প্রদায়ের শিল্পীরা। 

কিউটিভি/অনিমা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর  ১:০০

▎সর্বশেষ

ad