
শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘এসডিজি অর্জনে বিকল্প অর্থনৈতিক পরিকল্পনা ভুমিকা শীর্ষক’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুন) সিলেটের জেল রোডস্থ আনন্দ টাওয়ারে এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় দেশের ৬ টি বিভাগ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালা উদ্বোধন এবং রিচার্স ও রিপোটিং এর উপর আলোচনা করেন এসোসিয়েশন ফর ইয়ুথ এডভান্সমেণ্ট আয়া’র সভাপতি ও দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার এম. আহমদ আলী।গ্রাসরুটস এ প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র এর পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন গ্রাসরুটস এর জাতীয় সমন্বয়কারী আনিতা দাশ গুপ্তা, সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নাদিরা সুলতানা রুমু।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘এসডিজি অর্জনে বিকল্প অর্থনৈতিক পরিকল্পনা ভুমিকা শীর্ষক’ কর্মশালায় বক্তব্য রাখছেন এসোসিয়েশন ফর ইয়ুথ এডভান্সমেণ্ট আয়া’র সভাপতি ও দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার এম. আহমদ আলী।
কিউটিভি/অনিমা/০৪.০৬.২০২২/দুপুর ১:৫০