
বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় নিরব উদ্দিন রমজান (১২) নামে এক শিশু গত দু’দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবার তাকে খোঁজে বেড়াচ্ছে। এ ঘটনায় মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করেছেন নিরবের বাবা আজাদ খাঁ।জিডি ও পারিবাকি সূত্র জানায়, নিরব মেড্ডা সরকার প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সোমবার সকালে বন্ধুদের সঙ্গে খেলার জন্য ঘর থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি।
অনেক জায়গায় খোঁজুখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।আজাদ খাঁ জানান, তিনি পেশার রিকশা চালক। বাড়ি জেলার সরাইল উপজেলার শাহবাজপুরের হাবলিপাড়া। তবে এখন ভাড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডায়। তার ছেলে নিরব মাস ছয়েক আগে এভাবেই হারিয়ে যায়। পরে পঞ্চগড় থেকে তাকে আনা হয়।
কিউটিভি/অনিমা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৪