আখাউড়ায় অনিবন্ধিত চক্ষু চিকিৎসা কেন্দ্র সিলগালা 

Anima Rakhi | আপডেট: ৩১ মে ২০২২ - ০৯:২৭:২৩ এএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ সময় আখাউড়া চক্ষু চিকিৎসা কেন্দ্র নামে ১টি অনিবন্ধিত প্রতিষ্ঠানকে সিলগালা করেছে আখাউড়া  উপজেলার স্বাস্থ্য বিভাগ। রোববার ও সোমবার  (২৯-৩০ মে)  এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হিমেল খান। অভিযানে সহযোগিতা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো.লুৎফুর রহমান, মেডিকেল অফিসার ডা. জহির উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম  ও আখাউড়া থানার এসআই মো. জাহিদুল ইসলাম ।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় উপজেলায় মোট ১৭ টি বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে এর মধ্যে পৌরশহরের ১২ টি এবং উপজেলার তন্তর বাজারে রয়েছে ৫টি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হিমেল খান বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশ মোতাবেক আখাউড়ায় বিভিন্ন  বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। আমাদের আখাউড়া উপজেলার  ১৭ টি ডায়াগনস্টিক সেন্টার  ও  বেসরকারী ক্লিনিক রয়েছে এর মধ্যে ১টি পেয়েছি অনিবন্ধিত চক্ষু চিকিৎসা কেন্দ্র যার কোন কাগজ পত্র কিছুই ছিলোনা বিএমডিসি’র অথারাইজ কোন ডাক্তার ছিলো না, বা কোন চক্ষু বিশেষজ্ঞ কোন ডাক্তার এখানে চিকিৎসা করে না, কিন্তু  এখানে চক্ষু সেবা কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন ডিপ্লোমা কারীদের দিয়ে চোখের পরিক্ষা নিরিক্ষা ও চিকিৎসা দিচ্ছে। আর তাদের কোন কাগজ পত্র নেই এবং কোন নিবন্ধন নেই তাই এই প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়েছে।

আর কিছু আছে তাদের নিবন্ধন আছে কিন্তু নবায়ন করা নেই তাদেরকে সতর্ক করা হয়েছে এবং দ্রত নবায়নের জন্য বলা হয়েছে। আর আখাউড়া তন্তর বাসস্ট্যান্ডের পাশে আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টার ও বিজনা ডায়াবেটিক সমিতি বহির্বিভাগ ও ল্যাবরেটরী অভিযান চলাকালীন সময় দূত বন্ধ করে ফেলেন এই দুই প্রতিষ্ঠান । তাদের  কর্তৃপক্ষের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে আসবে আসতেছে এরকম অজুহাত দেখিয়ে কয়েক ঘন্টা কাটিয়ে ফেলেন তারপরও বিজনা ডায়াবেটিক সমিতি বহির্বিভাগ ও ল্যাবরেটরী  কর্তৃপক্ষ  যোগাযোগ করেননি।পরবর্তীতে আমরা তাদের বিরুদ্ধে অবশ্য  পদক্ষেপ নেব। আর ডায়াগনস্টিক ও বেসরকারী  ক্লিনিক সেন্টারে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

কিউটিভি/অনিমা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২৭

 

▎সর্বশেষ

ad