২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রবাসে যান ৪৫ হাজার জন

Anima Rakhi | আপডেট: ২৪ মে ২০২২ - ০২:১৮:০৮ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রবাসে গেছেন ৪৫ হাজার ২৪৩ জন, যা সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয়। সবচেয়ে বেশি কুমিল্লা থেকে গেছেন ৬৮ হাজার ৫৮৬ জন। এছাড়া চাঁদপুর থেকে ২৭ হাজার ১০৭ জন, কিশোরগঞ্জ থেকে ২৬ হাজার ৫৩ জন, নোয়াখোলী থেকে গেছেন ২৫ হাজার ৮৯৫ জন। ওই তিন জেলার অবস্থান যথাক্রমে তিন থেকে পাঁচ।এদিকে প্রবাসে যেতে সর্বোচ্চ ব্যয় এক লাখ ৬৫ হাজার টাকা, যা সৌদি আরবের জন্য প্রযোজ্য। এছাড়া উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে লিবিয়া যেতে ১, ৪৫, ৭৮০, বাহরাইন যেতে ৯৭, ৭৮০, সংযুক্ত আরব আমিরাত যেতে ১, ০৭, ৭৮০, কুয়েত যেতে ১, ০৬, ৭৮০, ওমান যেতে ১, ০০, ৭৮০, ইরাক যেতে ১, ২৯, ৫৪০, কাতার যেতে ১, ০০, ৭৮০, জর্ডান যেতে ১, ০০, ৭৮০, মিশর যেতে ১, ০০, ০৮০ , রাশিয়া যেতে ১, ৬৬, ৬৪০, মালদ্বীপ যেতে ১, ১৫, ৭৮০, ব্রুনাই যেতে  ১, ২০, ৭৮০, লেবানন যেতে ১, ১৭, ৭৮০, সিঙ্গাপুর যেতে ১, ৪১, ৪৭০ টাকা নির্ধারণ করেছে সরকার।

ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার আয়োজিত ‘নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক’ সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। এ সময় জানানো হয়, সাধারন মানুষ প্রবাসে যাওয়ার সরকার নির্ধারিত ফি সম্পর্কে ততটা অবগত নয় বলে প্রতারণার শিকার হচ্ছেন। এ বিষয়ে জনসচেতনতা গড়ে তোলা জরুরি। ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নিজেদের মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে জানানো হয়, ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই। বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ক্ষেত্রে দেশ অনুসারে অভিবাসনের ব্যয় নির্ধারিত। কিন্তু দালাল ও মধ্যসত্ত্বভোগীর কারনে ব্যয় বেশি হয়। এ জন্য সবাইকে প্রবাসে যাওয়ার নিয়মসহ খরচ সম্পর্কে জানতে হবে। দক্ষতা উন্নয়ন করে বৈধভাবে নিরাপদে প্রবাসে যেতে হবে। দালাল থেকে সাবধান থাকতে হবে।সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন। টিটিসির প্রধান প্রশিক্ষক বাছিরুল আলমের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মো. বাহারুল ইসলাম মোল্লা, বিশ্বজিৎ পাল বাবু, মো. শাহাদৎ হোসেন প্রমুখ। জব প্লেসমেন্ট অফিসার রাকিবুল হাসানের সঞ্চালনায় এতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন প্রশিক্ষক মো. জিয়াউর রহমান।টিটিসি সূত্র জানায়, প্রতি উপজেলা থেকে বছরে অন্তত এক হাজার দক্ষ কর্মী প্রবাসে পাঠানোর উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার। টিটিসিতে বিনামূল্যে ছয়টি প্রশিক্ষণ কোর্স চালু আছে। দক্ষ কর্মী তৈরির জন্যই এই প্রতিষ্ঠানটি করা হয়েছে। এক সময় আঙুলের ছাপ ঢাকায় ও পরে কুমিল্লায় ছিল। এখন সেটি ব্রাহ্মণবাড়িয়ায় চালু হয়েছে।

কিউটিভি/অনিমা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৮

▎সর্বশেষ

ad