
শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা পরিষদ ডিজিটাল সেন্টার সিলেট বিভাগের শ্রেষ্ঠ এজেন্ট পয়েন্ট ও মাক্রোমার্চেন্ট ব্যবসায় প্রথম স্থান অর্জন করেছে।গত ২১ মে শনিবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ব্যাংক এশিয়ার এজেন্ট সম্মেলন ২০২২ এ ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালনা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন এর হাত থেকে শ্রেষ্ঠ এজেন্ট পয়েন্ট সম্মাননা গ্রহন করেন সিলেট জেলা পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জয়নাল আবেদিন।
সম্মাননা প্রাপ্তির পর জয়নাল আবেদিন জেলা পরিষদ সিলেট এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সহকর্মীদের নিরলস প্ররিশ্রম এর ফসল আজকের এই দুই বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন। এর মাধ্যমে ভবিষ্যতে ডিজিটাল সেন্টারের সেবার মান আরো বৃদ্ধি পাবে।তিনি সকল সেবা গ্রহিতাদের ধন্যবাদ জানান এবং আগামীর সফলতায় সকলের সহযোগিতা কামনা করেন।
কিউটিভি/অনিমা/ ২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১.২৩