
শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : রোটারী সিলেট জোনের উদ্যোগে সিলেট নগরীর মেন্দীবাগ এলাকার বনার্ত্যদের মধ্যে খাবার বিতরন করা হয়েছে। ২০ মে শুক্রবার বিকেলে নগরীর বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আতাউর রহমান পীর।
এসিস্ট্যান্ট গভর্নর পিপি রেহান উদ্দিন রায়হান এর সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা রেজাউল করিম জালালী, সাবেক ডিস্ট্রিক্ট ট্রেজারার মিজানুর রহমান, পিপি এডভোকেট ইসতিয়াক আহমদ, পিপি রোমান খান, রোটারি ক্লাব অব সিলেট রাইজিং ষ্টার এর প্রেসিডেন্ট ইউনুছ আলী, রোটারী ক্লাব সিলেট ডাউন টাউন এর প্রেসিডেন্ট মোস্তফা আজাদ মাদানী, রোটারি ক্লাব অব সিলেট সিটির সেক্রেটারি এস এ শফি। এসময় এলাকার তিন শতাধিক বন্যার্তদের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়।
কিউটিভি/অনিমা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৮