ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

চৌগাছায় মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

admin | আপডেট: ০৪ মে ২০২২ - ১০:২২:৩৭ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত। ৪ মে বুধবার সন্ধ্যায় হাজরাখানা-মদনপুর সড়কের মদনপুর মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার নারায়নপুুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের সাহেব আলীর ছেলে শাহিনুর রহমান (২২) এবং একই গ্রামের বাবর আলীর ছেলে সাগর আহমেদ (২১)।

নিহতদের চাচাতো ভাই আলতাফ হোসেন চৌগাছা সরকারি মডেল হাসপাতালে সাংবাদিকদের বলেন, ঈদের আনন্দে ঘুরতে তারা দুই বন্ধু অ্যাপাচি আরটিআর একটি মোটরসাইকেলযোগে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে যাচ্ছিল। তারা মদনপুর মোড় নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের (খুটি) সাথে ধাক্কা দেয়। এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা তাদেরকেউদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেন। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষনা করেন।চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক উত্তম কুমার বলেন, এখানে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, তারা দুইজনই আমার গ্রামের ছেলে ঘটনাটি খুব দঃখ জনক। পরিবারের পক্ষ থেকে তাদের মরাদেহ ময়নাতদন্ত ঝাড়াই দাফনের আবেদন করা হয়েছে।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরাদেহদুটি হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থল যেহেতু মহেশপুর থানায় আপনি মহেশপুর থানার ওসির সাথে কথা বলেন।মহেশপুর থানার ওসি সেলিম মিয়া বলেন, স্থানীয়রা আমাকে জানিয়েছেন মটরসাইকেল দুর্ঘটনাটি ঘটেছে মহেশপুর উপজেলার শেষ সিমানায় ও চৌগাছা উপজেলার ভেতরে। সে কারণে নিহতের স্বজনরা আমাদের নিকট কোন তথ্যও দেননি।

কিউটিভি/অনিমা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/রাত ১০:২২

▎সর্বশেষ

ad