বিনোদন ডেসক্ : এদিন পাপারাৎজিদের সামনে আলাদা আলাদাই পোজ দেন সিদ্ধার্থ-কিয়ারা, তবে ভেতরে ঢোকেন একসঙ্গে। ভেতরে ঢোকার সময় মন্ত্রমুগ্ধের মতো সিদ্ধার্থের দিকে তাকিয়ে ছিলেন কিয়ারা। সিদ্ধার্থকে দেখা গিয়েছিল কালো কুর্তা-পাজামায়। কিয়ারা পরেছিলেন সাদা এবং ধূসর রঙা টপ ও প্যান্ট, সঙ্গে একটি লম্বা শার্গ। পার্টির ভেতরে ঢোকবার ঠিক আগের মুহূর্তে কিয়ারার কোমরে নিজের হাতটি রাখেন সিদ্ধার্থ। যা দেখে হাঁফ ছেড়ে বাঁচল জুটির ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিদ্ধার্থ-কিয়ারার এই ভিডিও। কমেন্ট বক্সে উপচে পড়ছে ফ্যানদের মন্তব্য। একজন লেখেন, ‘ফালতু যতসব গসিপ রটায় মিডিয়া। যেন খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলে দুজনে’। অপর একজন লেখেন, ‘মুখে ঝামা ঘষে দিল তো! গুঞ্জনের শেষ’।
ঠিক কোথা থেকে এবং কেন সিদ্ধার্থ-কিয়ারার ব্রেকআপের চর্চা শুরু হয়েছিল তা বলা মুশকিল। কারণ সোশ্যাল মিডিয়ায় তারা নিয়মিত পরস্পরের পোস্ট লাইক করে চলেছেন। এমনকি শেরশাহ পুরস্কার জেতার পর কিয়ারা সেই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নেন। প্রকাশ্যে কোনওদিনই নিজেদের সম্পর্কে শিলমোহর দেননি সিদ্ধার্থ-কিয়ারা। তবে তাদের প্রেম কাহিনীটা বি-টাউনের ওপেন সিক্রেট। একসঙ্গে লাঞ্চ ডেটে যাওয়া থেকে মালদ্বীপ ভ্রমণ সবই করেছেন তারা। চলতি বছরের শুরুতে রাজস্থানে ছুটিয়ে কাটিয়ে এসেছিলেন দুজনে। ফেব্রুয়ারি মাসে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চেও একসঙ্গে হাজির ছিলেন। এরপর থেকে বেশ কয়েকদিন প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়নি, কিন্তু এর জেরে সম্পর্ক ভেঙে যাবে, এমনটা মানতে পারছিলেন না জুটির ভক্তরা। অবশেষে স্বস্তিতে তারাও।
সূত্র: হিন্দুস্থান টাইমস
কিউটিভি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:০৩