ওমান বিএনপি’র ৫১ তম স্বাধীনতা দিবস উদযাপন

admin | আপডেট: ২৯ মার্চ ২০২২ - ০১:৪৩:৫১ পিএম

ডেস্কনিউজঃ বাংলাদেশের ৫১ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি)- ওমান কেন্দ্রীয় কমিটি ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন আহবায়ক কমিটি ওমান এবং যুবদল ওমান কেন্দ্রীয় কমিটি এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মাস্কাট শহরের প্রাণকেন্দ্র আল-খোয়ের ভেনাস হোটেলের হল রুমে ।

মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) সহ স্বাধীনতার আন্দোলনে অংশগ্রহনকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, পবিত্র কুরআনের তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওমান কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সহ-সভাপতি, স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহবায়ক – জনাব আবুল কালাম আজাদ। প্রধান অতিথিহিসাবে উপস্থিত ছিলেন ওমান কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সভাপতি ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সুযোগ্য আহবায়ক জনাব এস এম হারুন রশিদ।

প্রধান আলোচক ছিলেন ওমান কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব জনাব মোঃ জহির হোসেন রাজা।

বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেন, বিএনপি ওমান কেন্দ্রীয় কমিটির সন্মানিত সহ সভাপতি হাজী জানে আলম, সহ সভাপতি আল – আমিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল সর্দার,উদযাপনকমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সুর শাখা যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মহসিন, আল কামেল শাখার জি এম ইব্রাহিম, সুর শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ওমান কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক গাজী আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ওমান কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ সাঈদ, সুর শাখার সিনিয়র সহসভাপতি ও ওমান কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক জনাব অলি উল্লা,আমারাত শাখার সন্মানিত সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন,ওয়াদী কবির শাখা বিএনপি নেতা মীর শাখাওয়াত, রুই শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ , রুই শাখা যুবদলের সভাপতি,সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কুরুম শাখার সহ সাধারণত সম্পাদক ইউনুস রাজন, আলখোয়ের শাখা যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজ আলম, আলখোয়ের শাখা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, গোবরা শাখা বিএনপির সাধারণ সম্পাদক এমরান হোসেন, আজিবা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হারুন,সহ তথ্য বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, সুর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু,আজিবা শাখার সাধারণ সম্পাদক ও বিএনপি ওমান কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রিপন, কচুয়া জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম আহবায়ক, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ অর্থ সম্পাদক শরিফুল ইসলাম প্রধানীয়া,সীব শাখার সভাপতি ও বিএনপি ওমান কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মাসুদ পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি ওমান কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও যুবদল ওমান কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইসমাইল ভুইঁয়া।।

প্রধান অতিথি তার বক্তব্যে স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। তিনি লেন ১৯৭১ সালে ক্ষমতার ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ আলোচনায় ব্যস্ত ছিল ।আর এই সুযোগে ২৫ শে মার্চ রাতে পাক হানাদার বাহিনী অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে নিরীহ বাংলাদেশী জনগনের উপর ঝাপিয়ে পড়ে। হাজার হাজার মানুষ কে হত্যা করে । তখন রাজনৈতিক নেতারা আত্মসপমর্পন করে ভারতে পালিয়ে যায়। কিন্তু দেশ প্রেমিক তদানিন্তন মেজর জিয়াউর রহমান সাহস করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। জিয়াউর রহমানের ঘোষণা শুনে বাংলাদেশের জনগন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়ে। জিয়ার নেতৃত্বে দীর্ঘ ৯ মাস বাংলার জনগণ যুদ্ধ করে ১৬ ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় ছিনিয়ে আনে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতনা।

তিনি আরও বলেন, আজ শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপির লাখ লাখ নেতা কর্মী,রাতের ভোটের আওয়ামী সরকারের হাত হতে দেশ কে রক্ষা করার জন্য, জনগণের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দেশে প্রবাসে এক্য বদ্ধ ভাবে কাজ করে যাচ্ছে। আজ সকল ভেদাভেদ ভুলে, শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে,এই গনবিরোধী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপি রুই শাখার এক সদস্য ভাইয়ের চিকিৎসার জন্য বিএনপি ওমান কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে প্রধান অতিথি অনুদান তুলে দেন রুই শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগের হাতে।

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ও দেশ- প্রবাসে সকল বাংলাদেশী জনগণের কল্যাণ এবং মুক্তি যুদ্ধ সহ আন্দোলনে মৃত্যু বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করেন মাওলানা গাজী আল আমিন।

কিউএনবি/বিপুল/২৯.০৩.২০২২ খ্রিস্টাব্দ/ দুপুর ১.২৮

▎সর্বশেষ

ad