ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘দ্য কাশ্মীর ফাইলস’, ১২ দিনে আয় ১৯০ কোটি রুপি!

admin | আপডেট: ২৩ মার্চ ২০২২ - ০১:৪০:৫৩ পিএম

বিনোদন ডেস্ক : দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে নিজের আধিপত্য বজায় রেখেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। এখনও পর্যন্ত ভারতজুড়ে মোট ১৯০.১০ কোটি রুপি ব্যবসা করেছে এই ছবি। ১২তম দিনে ১০.২৫ কোটির ব্যবসা করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। সিনেমা বিশেষজ্ঞদের মতে, বৃহস্পতিবারের মধ্যে বক্স ২০০ কোটির ঘরে প্রবেশ করবে বিবেক আগ্নিহোত্রী পরিচালিত এই ছবি।

ট্রেড আ্যানালিস্ট তরণ আদর্শ বুধবার সকালে টুইটে জানিয়েছেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ কিন্তু লম্বা দৌড়োচ্ছে। সপ্তাহের মাঝের দিনগুলোতেও আধিপত্য ধরে রেখেছে। ট্রেন্ডিংয়েও রয়েছে। বৃহস্পতিবারের মধ্যে বক্স অফিসে ২০০ কোটি পার করবে এই ছবি। ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির পর দ্বিতীয় সপ্তাহের শুক্রবারে ১৯.১৫ কোটির কালেকশন, শনিবারে ২৪.৮০ কোটি, রবিবারে ২৬.২০ কোটি এবং সোমবার ১২.৪০ কোটি, মঙ্গলবার ১০.২৫ কোটি ব্যবসা করেছে। এখনও পর্যন্ত ভারতজুড়ে মোট ১৯০.১০ কোটির ব্যবসা করেছে এই ছবি।

ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক। ছবিটির বিষয়বস্তু কাশ্মীরি পণ্ডিতরা। ১৯৯০ সালে তাদের কাশ্মীর থেকে উৎখাত হওয়ার ঘটনার ইতিহাসের উপরেই তৈরি হয়েছে এই ছবি।

উত্তরপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা এবং গোয়ার মতো অনেক রাজ্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’কে করমুক্ত করা হয়েছে। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর প্রযোজনায় রয়েছেন তেজ নারায়ণ আগারওয়াল, অভিষেক আগারওয়াল, পল্লবী যোশী এবং বিবেক অগ্নিহোত্রী। সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউটিভি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪০

▎সর্বশেষ

ad