ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

জন্মেই পঞ্জাবি সদ্যোজাতের সঙ্গে বদল হয়ে গিয়েছিলেন রানি!

admin | আপডেট: ২২ মার্চ ২০২২ - ০১:৪৬:৪৯ পিএম

বিনোদন ডেস্ক : এ যেনো এক আশ্চর্য ঘটনা। ১৯৭৮ সাল। ভারতের এক হাসপাতালে জন্ম নেয় প্রযোজক-পরিচালক রাম মুখোপাধ্যায় এবং কৃষ্ণা মুখোপাধ্যায় কন্যাসন্তানের। স্বাভাবিক ভাবেই একইসঙ্গে সেই হাসপাতালে আরও অনেক শিশুর জন্ম হয়েছে ঐ দিনে। আর সেখানেই নাকি বদলে যায় সদ্যোজাত কন্যা। কিন্তু কীভাবে?

রাম-কৃষ্ণার পাশেই আর এক পঞ্জাবি দম্পতি তাদের আট নম্বর সন্তানের জন্ম দিয়েছেন।

হাসপাতালের কর্মীদের ভুলে সন্তান অদল বদল হয়ে যায়! কৃষ্ণার কোলে আসে পঞ্জাবি দম্পতির কন্যাসন্তান। আর পঞ্জাবি মায়ের কোলে কৃষ্ণার সদ্যোজাত।

সেই সদ্যোজাতই আজকের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। গতকাল সোমবার তিনি ৪৪ বছরে পা দিলেন।

অভিনেত্রী রানি নিজেই এই গল্পটি বলেছিলেন বেশ কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে। শিশু অদল বদল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার মা কৃষ্ণার সন্দেহ হয়েছে। তিনি পঞ্জাবি শিশুকে কোলে নিয়েই টের পান, সেই সন্তান তার নয়।

রানির মা আয়াকে বলেন, “আমার মেয়ের চোখের মণি খয়েরি রঙের। কিন্তু এই বাচ্চাটির চোখের রঙ খয়েরি নয়। আমার মেয়েকে এনে দাও!” 

এর পরেই রানির সন্ধান চলে হাসপাতালে জুড়ে। রানির মা আর অপেক্ষা করতে না পেরে নিজেই শয্যা ছেড়ে উঠে গিয়ে নিজের মেয়েকে খুঁজতে থাকেন। শেষমেশ পঞ্জাবি ওই নারীর কাছে তার মেয়ের সন্ধান পান কৃষ্ণা।

রানির পঞ্জাব-যোগ এখানেই শেষ নয়। তার বিয়ে হয় আদিত্য চোপড়ার সঙ্গে। যিনি পঞ্জাবি। তাই তাদের সন্তান আদিরা বাঙালি-পঞ্জাবি সংস্কৃতির সংমিশ্রণে বড় হচ্ছে।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

আরএমএ

কিউটিভি/অনিমা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৬

▎সর্বশেষ

ad