স্পাইক করা চুল, গা ভরতি গয়না! নয়া লুকে ‘বাদামকাকু’

admin | আপডেট: ২০ মার্চ ২০২২ - ০২:৪২:০৪ পিএম

বিনোদন ডেস্ক : এবার মুম্বfইয়ে পাড়ি দিলেন ‘বাদামকাকু’। রেকর্ড করলেন গান। বীরভূমের প্রত্যন্ত গ্রাম থেকে মুম্বাই পাড়ি, গোটাটাই স্বপ্নের মতো ভুবন বাদ্যকরের কাছে।

জানা গেছে, শনিবার সকালের বিমানে কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হন ভুবন বাদ্যকর। সঙ্গী ছেলেসহ তিনজন।

মুম্বাইয়ে গিয়ে রীতিমতো অন্য লুকে ধরা দিলেন জনপ্রিয় বাদামকাকু। প্রকাশ্যে এসেছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে স্পাইক করা ভুবন বাদ্যকরের চুল। গলায় চেন, হাতে একাধিক আংটি।

শোনা যাচ্ছে, এই বেশেই মুম্বাইয়ের স্টুডিওতে গান রেকর্ড করেছেন ভুবন। নতুন গান রেকর্ডিং করে অত্যন্ত আনন্দিত ভুবন। তিনি বলেন, “এথমবার মুম্বাইয়ে এসেছি। একদম অল্পবসয়ীদের মতো আমাকে সাজিয়েছে, কী দারুন লাগছে। আমি খুব খুশি।”

জনপ্রিয় হওয়ার পরই ভুবন জানিয়েছেন, তিনি আর বাদাম বেঁচবেন না। লোকজনের ভালবাসায় এখন তিনি সেলিব্রিটি। এবার থেকে গানই গাইবেন। একের পর এক গান বাঁধবেন আর সেই গানেই মানুষের মন জিতে নেবেন। কাঁচা বাদামের পর নতুন গানও তৈরি ভুবনের।  

সূত্র: সংবাদ প্রতিদিন 

কিউটিভি/অনিমা/১৯শে মার্চ ২০২২ ইং/দুপুর ২:৪১

▎সর্বশেষ

ad