ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

এবার বলিউড কাঁপাতে আসছেন আল্লু অর্জুন!

admin | আপডেট: ১৬ মার্চ ২০২২ - ১১:৪২:১০ এএম

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে ‘পুষ্পা: দ্য রাইজ-পার্ট ওয়ান’ সিনেমাতে অভিনয় দক্ষতা দেখিয়ে সেরাদের সেরা হয়ে উঠেছেন দক্ষিণী স্টাইলিশ স্টার আল্লু অর্জুন। সিনেমাটি বক্স অফিসে রেকর্ড গড়ে মাত্র ২ দিনের মাথায় ১০০ কোটি টাকার ব্যবসা করে নেয়। 

লাল চন্দন কাঠের চোরা কারবারী পুষ্পা রাজের কাহিনী নিয়ে নির্মিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যায় দক্ষিণী সুপারস্টারকে। বক্স অফিসে স্পাইডার ম্যানকেও টেক্কা দিতে পুরোপুরি সফল হন আল্লু অর্জুন। আর এবার দক্ষিণী এই তারকাকে দেখা গেল সঞ্জয় লীলা বানশালীর কার্যালয়ে।

গত ১৪ মার্চ দুপুরে মুম্বাইয়ে বানশালীর অফিসের বাইরে প্রথমে দেখা যায় আল্লু অর্জুনের গাড়ি। এরপর সেই গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই বানশালীর অফিসেও ঢুকতে দেখা যায় তাকে। আর সেই মুহূর্তটির ভিডিও প্রকাশ্যে আসতেই হু হু করে তা ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে।

আর এর পরই কৌতূহল জাগে আল্লু অর্জুনের ভক্তদের মনে। গুঞ্জণ উঠেছে বলিউডেও। তাহলে কি এবার বানশালীর পরিচালনায় বলিউডে পা রাখতে চলেছেন ‘পুষ্পা’?

ওই ভিডিওকে কেন্দ্র করে নানা মত উঠে আসছে নেটমাধ্যমে। কারও সন্দেহ, ‘বানশালীর পরিচালনায় ছত্রপতি শিবাজীর বায়োপিকেই কী এবার দেখা যাবে আল্লু অর্জুনকে?’, কারও ধারণা, ‘নতুন কোনও হিন্দি ছবির প্রস্তাব পুষ্পা-কে দিয়েছেন বানশালী।’

তবে বলিউডের একাংশ বিষয়টিকে এভাবে দেখছেন না। তাদের কথায়, হয়ত বানশালীর সঙ্গে শুধু সৌজন্যমূলক সাক্ষাৎ করতেই হাজির হয়েছিলেন দক্ষিণী এই অভিনেতা। সূত্র- হিন্দুস্থান টাইমস

কিউটিভি/অনিমা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪১

▎সর্বশেষ

ad