সোনাক্ষীর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

admin | আপডেট: ০৬ মার্চ ২০২২ - ০৫:১৯:০৭ পিএম

বিনোদন ডেস্ক : প্রতারণা মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে। ইন্ডিয়া টাইমস ও জি নিউজ জানিয়েছে, এ অভিনেত্রীর বিরুদ্ধে  ৩৭ লাখ রুপি জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। সোনাক্ষী বিরুদ্ধে অভিযোগ, দিল্লিতে একটি অনুষ্ঠানের জন্য ৩৭ লাখ রুপি নিয়ে সেখানে যাননি। অর্থ ফেরত চেয়েও পাননি আয়োজকরা। এই অভিযোগে প্রতারণার মামলা দায়ের করেছেন অনুষ্ঠানের আয়োজক প্রমোদ শর্মা।

এই মামলার শুনানির জন্য সোনাক্ষীর মোরদাবাদে যাওয়ার কথা থাকলেও যাননি তিনি। ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকার কারণে আদালত এ অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে সোনাক্ষীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে, এর আগে মামলার তদন্তের জন্য পুলিশ যখন সোনাক্ষীর বাড়িতে গিয়েছিলো- তখন এই অভিনেত্রী বলেছিলেন, তিনি মামলাটি তদন্তে পুরো সহযোগিতা করবেন।

 

 

কিউটিভি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

▎সর্বশেষ

ad