নারায়ণগঞ্জে নারী সংগঠনের পুনর্মিলনীতে প্রধান অতিথি মিম

admin | আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০২২ - ১২:৫৪:২১ পিএম

বিনোদন ডেস্ক : নারায়ণগঞ্জের নারীদের সংগঠন ‘গার্লস অব নারায়ণগঞ্জ’-এর পুনর্মিলনী অনুষ্ঠানে হাজির হবেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তবে নাচ বা গান নয়, এই সময়ের আলোচিত অভিনেত্রী কথা বলবেন নারী উন্নয়ন নিয়ে।   

kalerkantho২০ ফেব্রুয়ারি মধুচন্দ্রিমা থেকে ফিরেছেন মিম

আজ দুপুর ১২টায় আয়োজনটি হবে শহরের একটি রেস্তোরাঁয়। প্রথমবার এই ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে মিম ভীষণ উত্তেজিত, ‘আমরা সাধারণত স্টেজ শো বা কোনোশোরুমের উদ্বোধনে হাজির হই। তবে আজকের অনুষ্ঠানটা অন্য রকম। মেয়েরাই আয়োজক, উপস্থিতও থাকবেন তাঁরা। সংগঠনটির সদস্য ৪৫ হাজারের বেশি। তাঁরা যখন আমাকে আমন্ত্রণ জানান, খুব খুশি হয়েছিলাম। জানি না, কী বলব বা কী বলা উচিত! তবে চেষ্টা করব তাঁদের উৎসাহ ও প্রেরণা দেওয়ার। ’

kalerkanthoএ বছর ভীষণ ব্যস্ত সময় কাটবে মিমের

এদিকে মালদ্বীপে হানিমুন শেষে ২০ ফেব্রুয়ারি ঢাকায় এসেছেন মিম। চার দিন ছিলেন বিশ্রামে। বলেন, ‘আগামী সপ্তাহ থেকে দুটি ওয়েব সিরিজের শুটিং করব। তারপরই শুরু হবে নতুন ছবির কাজ।

 

 

কিউটিভি/আয়শা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৩

▎সর্বশেষ

ad