জ্যাকলিনের পর এবার ‌’প্রতারক’ সুকেশের সঙ্গে নাম জড়ালো ভূমি, জাহ্নবীর

admin | আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০২২ - ১২:১০:৫৫ পিএম

বিনোদন ডেস্ক : গেল বছরের শেষের দিকে ২০০ কোটি রুপি প্রতারণার দায়ে গ্রেপ্তার হন ভারতীয় ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েই বেরিয়ে আসে সুকেশের বলিউড-যোগ। প্রথমে জানা যায় জ্যাকলিন ফার্নান্দেজের নাম। অভিযোগ ওঠে, কথিত এই প্রতারকের কাছ থেকে গাড়িসহ বিভিন্ন দামি উপহার নিয়েছেন শ্রীলঙ্কান অভিনেত্রী।

kalerkanthoকথিত প্রতারকের সঙ্গে নাম জড়িয়ে ভালো বিপদে পড়েছেন জ্যাকলিন

পরে  সুকেশের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠ ছবিও ফাঁস হয়। এরপর আসে সুকেশের সঙ্গে নোরা ফাতেহির যোগাযোগের খবর। এবার জানা গেল, সুকেশের উপহার নিয়েছিলেন জাহ্নবী কাপুরও। এ ছাড়া উপহার পাওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন ভূমি পেদনেকর। শোনা যাচ্ছে, সারা আলী খান, শ্রদ্ধা কাপুরসহ অন্তত ১২ বলিউড অভিনেত্রী নাকি সুকেশের কাছ থেকে উপহার নিয়েছেন বা প্রস্তাব পেয়েছেন।

kalerkanthoগাড়ি পাওয়ার প্রস্তাব পেয়েও রাজি হননি ভূমি

তদন্তে জানা গেছে, ২০১৫ সাল থেকে বলিউড অভিনেত্রীদের পেছনে ২০ কোটি রুপির উপহার দিয়েছেন সুকেশ। ২০২১ সালের জুলাই মাসে বেঙ্গালুরুতে একটি বিউটি সেলুন খোলেন। সেখানেই আমন্ত্রিত হন জাহ্নবী। সেলুনের উদ্বোধনীতে হাজির হওয়ায় নগদ প্রায় ১৯ লাখ রুপি পান শ্রীদেবীকন্যা, সঙ্গে ছিল দামি কম্পানির ব্যাগও।

kalerkanthoউপহার নিয়েছেন জাহ্নবীও

তবে সন্দেহ হওয়ায় একটুর জন্য ভূমি বেঁচে গেছেন। গেল বছরের জানুয়ারিতে ঘনিষ্ঠ বন্ধু পিঙ্কি ইরানির মাধ্যমে সুকেশের সঙ্গে যোগাযোগ হয় ‘বাঁধাই দো’ অভিনেত্রীর।

kalerkanthoকথিত প্রতারকের সঙ্গে নাম জড়িয়েছে সারারও 

কিন্তু ফোনে সুকেশ বারবার দামি গাড়ি উপহার দিতে চাওয়ায় ভূমির সন্দেহ হয়। ফলে তিনি সুকেশের কোনো প্রস্তাবেই রাজি হননি।

kalerkanthoসন্দেহের আওতামুক্ত নন শ্রদ্ধাও

জানা গেছে, জাহ্নবী ও ভূমি তাঁদের সঙ্গে ঘটা পুরো বিষয়টি তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন। দুই অভিনেত্রী অবশ্য বিষয়টি নিয়ে গণমাধ্যমে মন্তব্য করতে রাজি হননি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

 

কিউটিভি/আয়শা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৯

▎সর্বশেষ

ad