ডেস্কনিউজঃ এবারে একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ পেয়েছে তাসনুভা সোমা’র সামাজিক উপন্যাস ”কাস্টডি”। জীবনের টানাপোড়েন নিয়ে উপন্যাসের চরিত্রগুলো সরব পদচারণা করেছে উপন্যাসটির পাতায় পাতায়। কাহিনীর ঘনঘটায় পাঠককে একটানে নিয়ে যাবে এক দ্বান্দ্বিক জীবনে।
ভালবাসার মোহে পরিবার, সমাজ ও দেশ ছেড়েছিল শাম্মি। সেখানে কঠিন সব দিন পাড়ি দিয়েও নিজের কাছে ধরে রাখতে পারেনা ভালবাসার মানুষটিকে। স্বামীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে শর্তের মুখে পড়ে। একসময় ছাড়তে হয় স্বামী, সংসার। পরিবারের অমতে বিয়ে করায় বাবা-মা মুখ ফিরিয়ে নিয়েছিল আরো আগেই। প্রবাসের একাকী জীবনে শেষ সম্বল হয়ে থেকে যায় প্রানপ্রিয় সন্তান খুশবু।
সেই সন্তানকে নিয়েও একসময় শুরু করতে হয় আইনী লড়াই। মা হিসেবে শাম্মি কতটুকু যোগ্যতা রাখে তার সন্তানের দায়িত্বপ্রাপ্ত হতে? বারবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। প্রেমিকা, স্ত্রী, পুত্রবধু চরিত্রগূলো থেকে সম্পূর্ণ রুপে বেরিয়ে আসে এক প্রত্যয়ী মা। মানসিক ও শারীরিক ভাবে ক্লান্ত, অবসাদগ্রস্ত হলেও সন্তানের সুরক্ষা নিয়ে প্রশ্নবোধক পরিস্থিতি তাকে করে তোলে সাহসী ও সংগ্রামী। শাম্মির পদক্ষেপ শুরুতে একাকী হলেও চলার পথে সে পেয়ে যায় কিছু সহৃদয় মানুষ, যাদের মধ্যে সর্বাগ্রে ছিল শাহান।
গুটিকয়েক মহৎপ্রাণ মানুষের প্রত্যক্ষ-পরোক্ষ সহায়তায় চলতে থাকে ওর সন্তানের অধিকার পাওয়ার লড়াই। সন্তানকে নিজের কাছে রাখার লড়াইয়ে বের হয়ে আসে নানা অপ্রত্যাশিত ও অজানা সব তথ্য। এক পর্যায়ে জানতে হয় সে প্রতারিত, কারো ব্যক্তিগত স্বার্থপরতার শিকার।
সিঙ্গেল প্যারেন্টিং জীবনের নানা টানা পোড়েনের সাথে এসে যোগ হয় আরো এক অধ্যায়, অদৃশ্যমান সব অনুভূতি। যাদের নাম ভয়, চিন্তা, অস্বস্তি, অনিশ্চয়তা, ঘৃণা। শেষ পর্যন্ত কি হয় শাম্মির মাতৃভাগ্যে? খুশবুর কাস্টডি কে পায়? যাকে নিয়ে লড়াই, সেই খুশবুর দিনকাল কিভাবে কেটেছে এই লড়াইয়ের দিনগুলোতে? মায়ের লড়াই শেষে সন্তান হিসেবেই বা কেমন ছিল সে?
তাসনুভা সোমা নিয়মিত লেখালেখির চেষ্টা করছেন। নিকট অতীতে সমকালীন করোনাময় যাপিত জীবন নিয়ে প্লেজার ত্রুজশিপে করোনা আক্রান্ত যাত্রীদের নিয়ে এক নবদম্পতির লড়াইয়ের কাহিনী নিয়ে ”হানিমুন” উপন্যাসটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
তাসনুভা সোমা একজন ব্রিটিশ-বাংলাদেশী লেখক। দীর্ঘ দিন যাবত বিলেতে বসবাস করলেও, বাংলা ভাষার প্রতি অপরিসীম টান থেকে বাংলায় সাহিত্য চর্চা করে গেছেন নিয়মিত।
লেখকের জন্ম ও বেড়ে ওঠা ঢাকা শহরে। পড়ালেখা মতিঝিল আইডিয়াল স্কুল, কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে (অর্থনীতি)। ছোটবেলা থেকেই লেখার অভ্যাস, তবে লেখক হিসেবে আত্মপ্রকাশ ২০১৯সালে। শখ থেকে তার লেখার শুরু এবং লিখছেন সাহিত্যের বিভিন্ন শাখায়। পত্রিকায় নিয়মিত কলাম লেখা ছাড়াও লিখছেন ছোটোগল্প, বড়গল্প, প্রবন্ধ ও কবিতা। পছন্দের বিষয়ের মধ্যে আছে মানবজীবন ঘেষা ইতিহাস, ঐতিহ্য এবং অর্থনীতি। লিখতে ভালবাসেন সাম্প্রতিক ঘটনাবলী, মানবজীবনের সুখ-দু:খ, হাসি-কান্না নিয়ে। চারপাশে ঘটে যাওয়া সাম্প্রতিক বিষয় লেখকের আগ্রহ ও মনোযোগের কেন্দ্রবিন্দু।
‘কাস্টডি’ তার লেখা দ্বিতীয় উপন্যাস। প্রথম উপন্যাস ‘হানিমুন।‘ লেখালেখির ছাড়াও তিনি জড়িত আছেন সম্পাদনা এবং শিক্ষাখাতে স্বেচ্ছা সেবামূলক কাজে।
বইমেলা উপলক্ষে প্রকাশিত তাসনুভা সোমার ”কাস্টডি” উপন্যাসটি পাওয়া যাচ্ছে ঘাসফুল প্রকাশনীর ৫৪৮ নাম্বার স্টলে। ১৬০ পৃষ্ঠার ঝকঝকে ছাপা বইটির মূল্য ৩৫০ টাকা। পাঠকদের আগ্রহ সৃষ্টিতে উপন্যাস ”কাস্টডি” যথেষ্ট সক্ষম হয়েছে বলে অনেক পাঠকই জানিয়েছে।
কিউএনবি/বিপুল/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ১০:০৪