ডেস্কনিউজঃ নানান প্রতিকূলতা মোকাবেলা করে ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটি খুব সহসাই পর্দায় উদ্ভাসিত হতে যাচ্ছে। ‘বড্ড ভালোবাসি’ ছবিটি সিনেমা দর্শকদের বড্ড ভালোবাসার সৃষ্টি করতে পারে বলে ছবিটির নায়িকা ও প্রযোজক সুলতানা রোজ নিপা জানিয়েছেন।
দীর্ঘাঙ্গি,অনিন্দ্য সুন্দর নায়িকা সুলতানা রোজ নিপা’র অনেক পরিশ্রমের ফসল এই ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটি। দুই বাংলায় শ্যুট করা এই ছবিতে আন্তরিকভাবে সকলই কাজ করেছেন। ছবিটির নান্দনিক রূপ সকল দর্শক উপভোগ করতে পারবে।
সেন্সর বোর্ডের বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে সুলতানা রোজ নিপা’র চলচ্চিত্র ‘বড্ড ভালোবাসি’। গত ১৩ জানুয়ারি ছাড়পত্র পেয়েছেন বলে জানান ছবিটির নায়িকা ও প্রযোজক সুলতানা রোজ নিপা।
তিনি বলেন, আমার ‘বড্ড ভালোবাসি’ ছবিটি ছাড়পত্র লাভ করেছে। এই ছবির সেন্সর ছাড়পত্র পাওয়ার মানে হলো আমি পরীক্ষায় পাস করলাম। তাছাড়া সেন্সর বোর্ডের সবাই আমাদের সিনেমা দেখে প্রশংসা করেছেন এবং বিনা কর্তনে সেন্সর দিয়েছেন। এবার দর্শকদের হলে যাবার পালা। খুব শিগগিরই ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা আছে।
জুয়েল ফারসির পরিচালনায় নিপা ছাড়া আরো অভিনয় করেছেন অমিতাভ ভট্টাচার্য, বিশ্বজিং চক্রবর্তী, হাসিব খান শান্ত, নানা শাহ, সুব্রত, মৌ চৌধুরীসহ আরো অনেকে।
বিপুল/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ৯:৪৩






