ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

৮ লাখের শাড়ি! ২০০ শাড়ি অর্ডার করেছেন ডোনা, চোখ ছানাবড়া সৌরভের

admin | আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২২ - ০২:২৫:২৮ পিএম

বিনোদন ডেস্ক :  সম্প্রতি ‘দাদাগিরি’তে হাজির ছিলেন নদীয়ার ফুলিয়ার শাড়ির ব্যবসায়ী বীরেন কুমার বসাক। জানান, তার কাছে একটি আট লাখের শাড়ি আছে। শুনে অবাক সৌরভের উত্তর, ‘মুকেশ আম্বানির স্ত্রী ছাড়া তো কেউ এত দামি শাড়ি পরে না।’

সেখানেই বীরেণবাবু জানান, ‘আমি বৌদির সাথেও তো কথা বলেছি। বৌদিও আমার সাথে কথা বলেছেন।’ সৌরভ অবাক হয়ে বলেন, ‘উনি ওখানেও পৌঁছে গিয়েছেন!’

এরপর ওই শাড়ির ব্যবসায়ী জানান, ‘টেলিফোন করেছিলেন আমাকে। বললেন আমার ২০০ শাড়ির দরকার। আমি তখন বললাম বৌদি ২০০ শাড়ি তো আমার একসঙ্গে করা সম্ভব নয়। নাচের অনুষ্ঠানের জন্য চেয়েছিলেন।’ এরপর সৌরভ মজার ছলেই জানান, আপনি ২০০ শাড়ি নিয়ে এলে আমায় একটা ফোন করবেন।

এরপর নিজের শাড়ির কিছু কালেকশন সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখান তিনি। সাথে সেই ৮ লাখের শাড়িটিও। যেটা তৈরি করতে ২ বছর সময় লেগেছিল।

গণেশ দেবতার নানা রূপ সুতো দিয়ে বোনা হয়েছে সেখানে। বীরেণবাবু জানান, ৮ লাখ দাম উঠলেও তিনি বিক্রি করেননি। সঙ্গে সৌরভ গাঙ্গুলীর ছবি বোনা একটি ওয়ালহ্যাঙ্গিংও দাদার হাতে তুলে দেন মঞ্চে। 

বীরেণবাবু আরও জানান, ‘৮-১০ লাখ টাকার শাড়ি তার কাছে আছে। প্রোডাকশনের সাথে সাথে তা বিক্রি হয়ে যায়।’  শাড়ি যায় বাইরের নানা দেশে-রাজ্যে, ফ্যাশন শো-তে। ফিল্ম স্টারদের কাছেও তার শাড়ির খুব চাহিদা রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউটিভি/অনিমা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৫

▎সর্বশেষ

ad