ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

বিদায়বেলাতেও মুখজুড়ে হাসি ছিল, বললেন লতার চিকিৎসক

admin | আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২২ - ০৩:৫৬:৫২ পিএম

বিনোদন ডেস্ক :  ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকাচ্ছন্ন সঙ্গীতাঙ্গন। শোকে কাতর তার পরিবার, প্রিয়জনরা। রোববার মুম্বাইয়ে যেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সুর-সম্রাজ্ঞী, সেখানে যেই চিকিৎসক তাকে দেখছিলেন সেই প্রতীত সামধানি জানিয়েছেন বিদায়বেলাতেও মুখ জুড়ে হাসি ছিল কিংবদন্তি শিল্পীর।

উল্লেখ্য, কোভিড পরবর্তী জটিলতার জেরেই মৃত্যু হয়েছে লতা মঙ্গেশকরের, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক প্রতীত সামধানি জানিয়েছিলেন, ‘মাল্টি অর্গান ফেইলিউরের জেরেই মৃত্যু হল লতা মঙ্গেশকরের, কোভিড আক্রান্ত হয়ে প্রায় ২৮ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, করোনা মুক্ত হয়েছিলেন কিন্তু করোনা পরবর্তী জটিলতার জেরে স্তব্ধ হল তার যাত্রা’। প্রসঙ্গত, ডা.প্রতীত সামধানি গত তিন বছর ধরে লতা মঙ্গেশকরের চিকিৎসার দায়িত্বে ছিলেন। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখনই লতাজি শারীরিক সমস্যায় পড়েছেন, চিকিৎসা করেছি। কিন্তু এবারে তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছিল। আমরা প্রাণপণ চেষ্টা করেছিলাম কিন্তু তাকে বাঁচাতে পারলাম না।’

সামান্য থেমে তিনি আরও জানালেন “সুর-সম্রাজ্ঞী সবসময়ই বলতেন সবাই যেন সমান চিকিৎসা পান। চিকিৎসক প্রতীত সামধানি আরও বলেন, ‘যখনই তাকে কোনও শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার কথা জানাতাম, এতটুকুও বিরক্ত হতেন না। কোনও কিছু জিজ্ঞাসা করতেন না, নির্বিবাদে সব শুনতেন।”

“জীবনের শেষ কয়েকটি বছর তার শরীর ভালো ছিল না। খুব বেশি কারও সঙ্গে দেখা করতেন না। কথাও কম বলতেন। আর লতাজির ব্যক্তিত্ব। এত বড় শিল্পী অথচ কী সাধারণ। সারাজীবন মনে থাকবে আমার। বিশেষ করে তার সেই মিষ্টি হাসি। জীবনের শেষবেলাতেও তা অক্ষুণ্ন ছিল।”

সূত্র: হিন্দুস্তান টাইমস 

কিউটিভি/অনিমা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৬

▎সর্বশেষ

ad