বড্ড সরু গলা, লতাকে ফিরিয়ে দিয়েছিলেন মুম্বাইয়ের বাঙালি প্রযোজক

admin | আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২২ - ০৩:১২:৪১ পিএম

বিনোদন ডেস্ক :  সঙ্গীতে অবদানের জন্য ভারতরত্ম সম্মাননা পেয়েছেন। জীবনের শেষ পর্যন্ত গানের সঙ্গে যুক্ত ছিলেন লতা মঙ্গেশকর। ১৯৪৫ সালে মুম্বাই পাড়ি জমান লতা। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শিখতে আরম্ভ করেন উস্তাদ আমন আলি খানের কাছে। ‘নবযুগ চিত্রপট’ ফিল্ম কোম্পানির মালিক বিনায়ক দামোদর কর্নাটকির মৃত্যুর পর গুলাম হায়দার লতার দায়িত্ব নেন।

গুলাম হায়দার লতাকে আলাপ করিয়ে দেন বাঙালি প্রযোজক শশধর মুখোপাধ্যায়ের সঙ্গে। শশধর মুখোপাধ্যায় লতার গলার স্বর শুনে বলেছিলেন, ‘বড্ড সরু গলা’। কিন্তু হায়দার জানতেন, এমন এক দিন আসবে যখন সবাই এই লতার পায়ে পড়ে থাকবে গান রেকর্ডিং এর জন্য।

হায়দারের ‘মজবুর’ ছবিতে ১৯৪৮-এ গান রেকর্ড করেন লতা। ১৯৪৯-এ হিট হয় ‘আয়েগা আনেওয়ালা’। সেখান থেকে আর ফিরে তাকাতে হয়নি ভারতের নাইটিঙ্গেলকে।

২০১৩ সালে লতা মঙ্গেশকর বলেছিলেন, ‘গুলাম হায়দার তার সত্যিকারের গডফাদার। তিনিই প্রথম সঙ্গীত পরিচালক যিনি তার মেধার ওপর পুরোপুরিভাবে বিশ্বাস রেখেছিলেন।

কিউটিভি/অনিমা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১২

▎সর্বশেষ

ad