স্ক্রিনশট সুপার এডিটেড, মামলা করবো : জায়েদ খান

admin | আপডেট: ৩১ জানুয়ারী ২০২২ - ০২:৫০:৪৭ পিএম

বিনোদন ডেস্ক :  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে।  সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ জায়েদ খানের কথপোকথনের একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন। তবে জায়েদ খান দাবি করেছেন, স্ক্রিনশট সুপার এডিটেড। তিনি চক্রান্তকারীদের বিরুদ্ধে মামলা করবেন।

জায়েদ খান বলেন, ‘স্ক্রিনশট হলে, যার কাছে মেসেজ পাঠিয়েছি, তার ছবিটা কোথায়? দুইজনের সঙ্গে আলাপের স্ক্রিনশট দেখানো হয়েছে, তাহলে সেই মানুষটা কে? স্ক্রিনশট দিয়ে তার নামটা সরিয়ে দেবেন, তাহলে কীভাবে হবে! ওই লোকটাকে সামনে আনেন। যাকে আমি এসব মেসেজ দিয়েছি, তাকে দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমার একটা ছবি দিয়ে প্রোফাইল খুলে এই স্ক্রিনশটগুলো রেডি করে তারপর ছেড়ে দিয়েছে। আমি ওইদিনই বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কথা বলেছি। অলরেডি আমি স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি। তারা এটা নিয়ে কাজ করছেন। এটা যে করেছে, তাকে আইনের আওতায় আনার জন্য আমি মামলা পর্যন্ত করব। মেসেজের পাশে ওই ব্যক্তির ছবিও থাকার কথা, ওপরে নাম থাকার কথা। কিছুই নেই। এটা কীভাবে সম্ভব। এটা সুপার এডিটেড।

কিউটিভি/অনিমা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ২:৫০

▎সর্বশেষ

ad