বিজ্ঞাপন কন্ঠে সুপরিচিত খোকন

admin | আপডেট: ৩১ জানুয়ারী ২০২২ - ১২:০৫:২০ পিএম
বিনোদন ডেস্ক : আশির দশকের বিজ্ঞাপন কন্ঠদাতা এবং ঢাকাই সিনেমার ঘোষক মাজহারুল ইসলামের মতোই ভরাট ও যাদুকরী কন্ঠে বিজ্ঞাপনে কন্ঠ দিয়ে যাচ্ছেন এ সময়ের উদীয়মান কন্ঠযোদ্ধা বজলুর রহমান খোকন। এই কন্ঠযোদ্ধা ১৯৮৫ সালে টাংগাইল জেলার সখিপুর থানার খালিয়ার বাইদ গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা জিন্নাত আলী ছিলেন একজন স্কুল মাস্টার। 

ছাত্র জীবন থেকেই গ্রামীণ প্রেক্ষাপটে বাস্তবমুখী ঘটনা প্রবাহ নিয়ে গল্প, কবিতা ও ছড়া লেখা-লেখি করতেন। কবিতা আবৃত্তি ছিলো তার অন্যতম প্রতিভা। তার এই বহুমুখী প্রতিভা নতুন প্রজন্মকে যেমন উদ্ভুদ্ধ করছে ঠিক তেমনই দেশীয় সংস্কৃতিও ততোটাই বিকশিত হচ্ছে। ইতোমধ্যে তিনি বিভিন্ন পণ্য, প্রতিষ্ঠান তথা নাটক সিনেমায় কন্ঠ দিয়ে মিডিয়া জগতে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি শুধু একজন বিজ্ঞাপন কন্ঠদাতাই নন, তিনি  সংবাদ পাঠক, এবং জাতীয় পর্যায়ের  একজন আবৃত্তিকার হিসেবে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। 
এবিষয়ে তিনি বলেন, কেবল শুদ্ধ সংস্কৃতি চর্চাই পারে দেশের যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে বিরত রাখতে। চলচ্চিত্র নির্মাতা আলী জুলফিকার জাহিদীর “কাগজ” সিনেমার ডাবিং চলাকালে তিনি এসব কথা সাংবাদিকদের জানান।

কিউটিভি/অনিমা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১২:০৫

▎সর্বশেষ

ad