ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

কোভিডে আক্রান্ত অভিনেত্রী কাজল

admin | আপডেট: ৩০ জানুয়ারী ২০২২ - ০৬:৩৩:১৪ পিএম

বিনোদন ডেস্ক :  বলিউডে করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় এতদিন কাজলের নাম ছিলো না। অবশেষে তার নামটিও যোগ হলো এই তালিকায়।  রোববার নিজের ইনস্টাগ্রামে খবরটি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।। আপাতত তিনি আইসোলেশনে রয়েছেন বলে জানান।

সকালে ইনস্টাগ্রামে মেয়ে নিসার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘‘ আমার পজিটিভ। সত্যি আমি চাই না, লাল হয়ে যাওয়া আমার নাকটি কেউ দেখুক। সুতরাং চলুন বিশ্বের সবচেয়ে মিষ্টি হাসিতে মগ্ন থাকি। তোমাকে খুব মনে পড়ছে নিসা।’

প্রচন্ড সর্দির কারণে কাজলের নাক লাল হয়ে গেছে। এজন্য নিজের ছবি পোস্ট না করে মেয়ের ছবি শেয়ার করেছেন এই নায়িকা। 

কাজলের পোস্টে নিসার প্রশংসা করে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘‘ ওকে দারুণ লাগছে।’’ 

কাজলের ভক্ত ও সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তবে কাজলের স্বামী অজয় কোভিডে আক্রান্ত কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, বলিউডের তারকা দম্পতি অজয় ও কাজল দীর্ঘদিন ধরেই এক ছাদের নিচে সুখে সংসার করছেন। তাদের সম্পর্কের রসায়ন এখনও বেশ মজবুত। যেখানে অনেক তারকার ঘর ভাঙার খবরে চারদিকে মুখর সেখানে তারা এক প্রকার মাইলফলক। তাদের দাম্পত্য জীবনে নিসা এবং যুগ নামে দুই সন্তান রয়েছে।

সূত্র: এনডিটিভি

কিউটিভি/অনিমা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধা ৬:৩৩

▎সর্বশেষ

ad