ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

নেটফ্লিক্স-অ্যামাজনের সঙ্গে ৪৬৫ কোটি টাকার চুক্তি আনুশকার!

admin | আপডেট: ২৭ জানুয়ারী ২০২২ - ০৪:২০:৪৭ পিএম

বিনোদন ডেস্ক :  বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী আনুশকা শর্মা। স্বামী-সন্তান আর সংসার সামলাতে গিয়ে দীর্ঘ সময় রুপালি পর্দার বাইরে রয়েছেন তিনি। তবে নিজের প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’ চালু রেখেছেন এই নায়িকা।

জানা যায়, আনুশকা শর্মার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’-এর সঙ্গে আগামী ১৮ মাসের জন্য আটটি সিনেমা ও সিরিজ নির্মাণের জন্য চুক্তি করেছে বিশ্বজুড়ে জনপ্রিয় দুই স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও অ্যামাজন। এই চুক্তির জন্য আনুশকাকে ৫৪ মিলিয়ন মার্কিন ডলার দেবে সংস্থাগুলো। যা বাংলাদেশি মুদ্রায় ৪৬৫ কোটি টাকা। চুক্তির বিস্তারিত আপাতত দুই পক্ষ থেকেই গোপন রাখা হয়েছে।

নেটফ্লিক্সের মুখপাত্র জানান, দ্রুত এই প্রজেক্টের তিনটি কাজ তাদের প্ল্যাটফর্মে দেখানো হবে। এই প্রজেক্টের একটি কাজ হচ্ছে ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনের গল্প নিয়ে আনুশকা অভিনীত ‘চক্র এক্সপ্রেস’ সিনেমা, যেটির ব্যাপারে নেটফ্লিক্স এরই মধ্যে নিশ্চিত করেছে। তবে এ প্রসঙ্গে কোনো তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে অ্যামাজন।

প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই ক্যামেরার সামনে কাজ করা থেকে বিরতি নেন আনুশকা শর্মা। গেল বছর মেয়ে ভামিকার জন্মের পরও কাজে ফেরেননি এই নায়িকা। লম্বা বিরতির পর এবার বিগ বাজেটের তিনটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস

কিউটিভি/অনিমা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৪:২০

▎সর্বশেষ

ad