ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

সিয়ামের ভক্ত রিয়াজ!

admin | আপডেট: ২৭ জানুয়ারী ২০২২ - ০১:২৬:২২ পিএম

বিনোদন ডেস্ক :  এক সময়ের পর্দা কাপানো নায়ক রিয়াজ। বাংলা সিনেমার দর্শকদের উপহার দিয়েছেন ‘হৃদয়ের কথা’, ‘মনের মাঝে তুমি’সহ অসংখ্য দর্শকনন্দিত সিনেমা। কিন্তু রিয়াজ এবার জানালেন তিনি নাকি এই সময়ের আলোচিত নায়ক সিয়ামের ‘ভক্ত’ হয়ে গিয়েছেন!

তিনি জানান, সিয়ামের সঙ্গে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা করতে গিয়ে তাকে কাছ থেকে দেখেছেন। এই সিনেমার মাধ্যমে রিয়াজের মন জয় করে নিয়েছেন সিয়াম। আর এ কারণেই সিয়ামের ‘ভক্ত’ বনে গেছেন তিনি।

বুধবার দুপুরে মগবাজারের একটি রেস্তোরাঁয় শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের ‘নির্বাচনী ইশতিহার’ ঘোষণার পর গণমাধ্যমে রিয়াজ বলেন, ‘‘ সিয়াম তার কাজের জন্য নিবেদিত প্রাণ। সে কাজকে অসম্ভবভাবে অ্যাফোর্ড দেয়। শিক্ষিত ছেলে, লেখাপড়া করেছে আইন বিষয়ে। সুন্দরবনের গহীন জঙ্গলে আমরা একসঙ্গে কাজ  করেছি।’’

রিয়াজ আরো বলেন, ‘‘ সেখানে গিয়ে আমি অন্য এক সিয়ামকে দেখেছি। বহু বছর ধরে সিনেমায় কাজ করতে করতে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে কাজের প্রতি সিয়ামের আন্তরিকতা ও নিষ্ঠা দেখে আমি সত্যি সত্যি মুগ্ধ হয়েছি।’’

সিয়ামকে নিয়ে তিনি আরো বলেন, ‘‘শুটিং করতে গিয়ে দেখেছি সিয়াম স্ক্রিপ্ট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সংলাপ মুখস্ত করছে, বারবার রিহার্সেল করছে। না বুঝতে পারলে জিজ্ঞেস করছে, ভাইয়া এটা কেমন ওটা কেমন! একজন মেজর কীভাবে কথা বলবে, রিয়েক্ট করবে, কীভাবে তাকাবে সে আগ্রহ নিয়ে শিখেছে।’’

সিয়ামের এমন ডেডিকেশন ছুঁয়ে গেছে রিয়াজকে। সে কারণে রিয়াজ রীতিমত সিয়ামের ভক্ত হয়েছেন বলে জানান।

২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করছেন রিয়াজ। এই নির্বাচনে অনেক জনপ্রিয় তারকা ভোটার নন। সিয়াম ছাড়াও ভোটার হননি জয়া আহসান।

রিয়াজ বলেন, ‘‘ সিয়াম-জয়া আহসানের মতো জনপ্রিয় তারকারা কেন ভোটার নন আমার জানা নেই। তবে আসন্ন নির্বাচনে জয়ী হলে অবশ্যই তাদের শিল্পী সমিতির সদস্য করার চেষ্টা করবো। তারা অবশ্যই শিল্পী সমিতির ভোটার হওয়ার যোগ্য।’’

 

কিউটিভি/অনিমা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১:২৬

▎সর্বশেষ

ad