এফডিসিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

admin | আপডেট: ১৯ জানুয়ারী ২০২২ - ০৪:০০:৪৮ পিএম

বিনোদন ডেস্ক :  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা এড়াতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হারুন অর রশিদ বলেছেন, ‌‌‌‌‌‍‘নির্বাচনে দুই প্যানেলের প্রার্থীদেরই অভিযোগ, এখানে বহিরাগতরা এসে মহড়া দিচ্ছে, মাস্তানি করছে। নির্বাচনী পরিবেশ বানচালের চেষ্টা করছে।’

মঙ্গলবার সন্ধ্যায় পরিচয়পত্রহীন ও বহিরাগতদের এফডিসি থেকে বের করে দেওয়া হয়। হারুন অর রশিদ বলেন, ‘নির্বাচন কমিশন যেভাবে সহায়তা চাইবে, প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।’

শিল্পী সমিতির নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার মনোনীত হয়েছেন পীরজাদা হারুন। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি বুধবার থেকে কোনো বহিরাগত এফডিসিতে প্রবেশ করতে পারবে না। এফডিসি প্রবেশ করতে হলে বৈধ প্রবেশপত্র লাগবে। নির্বাচনে গণমাধ্যমকর্মীদের প্রবেশের জন্য কমিশন থেকে আলাদা পরিচয়পত্র প্রদান করা হবে।

কিউটিভি/অনিমা/১৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad