ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

নিজের বোকামিতে আগামী ছবির লুক ফাঁস করে দিলেন শহিদ কাপুর!

admin | আপডেট: ১৮ জানুয়ারী ২০২২ - ০২:৪৩:২২ পিএম

বিনোদন ডেস্ক :  এমনিতেই করোনার জন‍্য ‘জার্সি’র মুক্তি আটকে রয়েছে। তার মধ‍্যে আবার এক বড়সড় ভুল করে বসলেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। আগামী ছবির লুক ফাঁস করে দিয়ে বড় গণ্ডগোল করে বসলেন তিনি। এজন‍্য অবশ‍্য পরিচালকের কাছ থেকে ধমকও খেলেন অভিনেতা।

সোমবার ছিল পরিচালক আলি আব্বাস জাফরের জন্মদিন। পরিচালকের আগামী ছবিতে মুখ‍্য চরিত্রে অভিনয় করছেন শহিদ। এদিন আলি আব্বাসকে শুভেচ্ছা জানানোর জন‍্য ক‍্যামেরার নেপথ‍্যের একটি ছবি শেয়ার করেন শহিদ। ছবিতে একে অপরের দিকে তাকিয়ে আলোচনা করতে দেখা যাচ্ছে দু’জনকে।

ছবিটি শেয়ার করে শহিদ লিখেছেন, “শুভ জন্মদিন আলি আব্বাস জাফর। খুব ভালবাসি ভাই। সেটে তোমার সঙ্গে দেখা হওয়ার জন‍্য আর অপেক্ষা করতে পারছি না।”

উত্তরে পরিচালক লেখেন, “ধন‍্যবাদ শহিদ। লুকটা ফাঁস করে দিলে! খুব ভাল।”
 
গত নভেম্বরে নতুন ছবির ঘোষণা করেছিলেন শহিদ ও আলি আব্বাস। এখনও ছবির নাম প্রকাশ‍্যে না আসলেও ছবিটি যে ক্রাইম ও অ্যাকশনে ভরপুর হবে সে ইঙ্গিত দিয়েছিলেন অভিনেতা। সূত্রের খবর, একটি ফরাসি ছবির হিন্দি রিমেক হতে চলেছে এটি। এবার শহিদের ভুলে ছবিতে তাঁর লুকটা ফাঁস হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বেশ রেগে গিয়েছেন পরিচালক।

প্রসঙ্গত, বছর শেষে মুক্তি পাওয়ার কথা ছিল শহিদ কাপুর ও ম্রুনাল ঠাকুর অভিনীত ‘জার্সি’র। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হয়েছে ছবি মুক্তির তারিখ। আগামী ৩১ ডিসেম্বর জার্সি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ২৮ ডিসেম্বর ছবি নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ছবি মুক্তির তারিখ পেছোনোর কথা জানানো হয়। তবে ঠিক কবে এই ছবি মুক্তি পাবে তা জানানো হয়নি। এছাড়াও ‘বুল’ ছবিতে দেখা যাবে শহিদকে।

কিউটিভি/অনিমা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৩
▎সর্বশেষ

ad