নবজাতকের কপাল কাটলেন নার্স-আয়া, ক্লিনিক বন্ধ

admin | আপডেট: ১৫ জানুয়ারী ২০২২ - ০৬:৫২:০১ পিএম

ডেস্ক নিউজ : ফরিদপুরের প্রাইভেট ক্লিনিকে প্রসব করাতে গিয়ে নবজাতকের কপাল কেটে ফেলেছেন নার্স ও আয়া। এ ঘটনার পর প্রশাসনের হস্তক্ষেপে ওই ক্লিনিক বন্ধ ঘোষণা এবং দুজনকে আটক করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সকালে শহরের পশ্চিম খাবাসপুর এলাকার আল-মদিনা ক্লিনিকে। কোনো চিকিৎসকের অনুপস্থিতিতেই নার্স ও আয়া ডেলিভারি করাতে গিয়ে নবজাতের কপালের একটি অংশ কেটে ফেলেন। এ ঘটনায় রোগীর স্বজনরা প্রশাসনে অভিযোগ করলে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে চায়না বেগম নামের ওই নার্স ও হাসপাতালের পরিচালক পলাশকে আটক করে থানায় নিয়ে আসে।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মইজুদ্দিন মাতব্বরপাড়ার বাসিন্দা শাকিল খান জানান, ডেলিভারির সময় কোনো চিকিৎসক ছিলেন না।  চায়না বেগম দুজন আয়া নিয়ে ডেলিভারি করান। শিশুটির কপালের একটি অংশ কেটে রক্তাক্ত করে ফেলেন। আহত নবজাতকের ফুফু হোসনে আরা বেগম অভিযোগ করে বলেন, ‘আমরা বারবার বলার পরও কোনো চিকিৎসক ছাড়াই হাসপাতালের আয়া ও নার্স সন্তান প্রসব করাতে গিয়ে শিশুটির কপাল কেটে ফেলে।’ এ ধরনের ক্লিনিকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

ফরিদপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুল আলম বলেন, ‘এ জাতীয় ঘটনা কাম্য নয়। আমরা ইতিমধ্যে হাসপাতাল থেকে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরো বলেন, ‘দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা স্বাস্থ্য বিভাগকে বলেছি।’ফরিদপুর বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিক সমিতির সভাপতি ডা. এম এ  জলিল বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেন চিকিৎসক ছাড়া প্রসূতির প্রসব করা হলো, সেটি জানার চেষ্টা চলছে।’ তিনি বলেন, এই অন্যায় কাজের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমা করিম বলেন, ‘বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের এ ধরনের উদাসীনতা মেনে নেওয়া হবে না। আমরা প্রসূতি মায়ের অস্ত্রোপচার  কাজে নিয়োজিত কর্মীদের ডাটাবেইস তৈরি করছি। এ ব্যাপারে নজরদারি জোরদার করা হবে।’ফরিদপুরে সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, তাদের এ ধরনের উদাসীনতার কারণে ইতিপূর্বে জরিমানা করাসহ সতর্ক করা হয়েছে। শনিবার দুপুর ২টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই ক্লিনিকের সকল প্রকার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫০

▎সর্বশেষ

ad