ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ইভিএম-এ সংসদ সদস্য বেছে নেবে মির্জাপুরবাসী

admin | আপডেট: ১৫ জানুয়ারী ২০২২ - ০৪:২৫:১৩ পিএম

ডেস্ক নিউজ : টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় শূন্য আসনের উপনির্বাচনের প্রচারণা শেষ হয়েছে রাতে। এখন অপেক্ষা সুষ্ঠু নির্বাচনের। রাত পোহালেই উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ১২১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে মির্জাপুরে প্রথমবারের মতো ইভিএমে ভোট প্রদান করবেন এ উপজেলার ভোটাররা। আগামীকাল (১৬ জানুয়ারি) শূন্য আসনটিতে ভোট অনুষ্ঠিত হবে।

গত ১৬ নভেম্বর টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য সড়ক ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য খান আহমেদ শুভ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গোলাম নওজব চৌধুরী পাওয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়াও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন নূরুল ইসলাম (মোটরসাইকেল) ও বাংলাদেশ কংগ্রেস পার্টির রূপা রায় চৌধুরী (ডাব)।

উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মির্জাপুরবাসী নৌকা মার্কায় ভোট দেবেন।’জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম বলেন, ‘নৌকার প্রার্থীর সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। জনগণ যাকে ভোট দেবে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলাফেরা করব।’ তবে বিজয়ী হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। নৌকা প্রার্থী খান আহমেদ শুভ বলেন, ‘উপজেলার মানুষ এলাকার উন্নয়ন চান। এলাকার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই।’

 

 

কিউটিভি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫

▎সর্বশেষ

ad