ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বরিশালে অভিযান

admin | আপডেট: ১৫ জানুয়ারী ২০২২ - ০৩:৩৫:০৯ পিএম

ডেস্ক নিউজ : করোনার তৃতীয় সম্ভাব্য ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসন। শনিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়ের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এদিকে, নৌপথে স্বাস্থ্যবিধি তদারকিতে আজও বরিশাল নদী বন্দরে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে সরকারের ১১ দফা নির্দেশনা কার্যকর করতে শনিবার সকালে নগরীর চকবাজার, ফলপট্টি, হোমায়েতউদ্দিন রোড ও বাজার রোডসহ বিভিন্ন এলাকার হোটেল রেস্তোরা ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় জেলা প্রশাসন। অপরদিকে নদী বন্দরেও তদরকি অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। 

লঞ্চে মাস্কবিহীন যাত্রীদের ওঠানামা ঠেকাতে কঠোর ভূমিকায় ছিলো বিআইডব্লিউটিএ। এ সময় স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে আরোহনের জন্য সংশ্লিস্টদের প্রতি আহ্বান জানান কর্মকর্তারা। যাত্রী সংখ্যা কম হলেও স্বাস্থ্যবিধি মানতে তাদের উদ্বুদ্ধ করার কথা জানিয়েছেন নৌযান শ্রমিকরা। স্বাস্থ্যবিধি মানাতে তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নদী বন্দর কর্মকর্তারা। 

এদিকে সরকারের ১১ দফা নির্দেশনা বাস্তবায়নে সকালে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসন। এ সময় হোটেল রেস্তোরায় টিকাধারী ব্যতিত অন্য কেউ প্রবেশাধীকার পাচ্ছে কিনা এবং ক্রেতা-বিক্রেতাদের মাস্ক ব্যবহারের বিষয়টি তদারকি করেন ভ্রাম্যমাণ আদালত। তবে অধিকাংশ জায়গায় স্বাস্থ্য সচেতনতায় মানুষের মধ্যে উদাসীনতা দেখতে পেয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। করোনা ঠেকাতে সংশ্লিষ্ট সকলকে সরকারের ১১ দফা নির্দেশনা বিষয়ে সতর্ক করা করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেয়া হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালত। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়।

 

 

কিউটিভি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩

▎সর্বশেষ

ad