বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : রাস্তায়-রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে বেড়েছে বাস্তুহীন মানুষের সংখ্যা। শীতে তাদের প্রয়োজন এক টুকরো গরম পোশাক। মানবতার দেওয়ালে তাকিয়ে থাকেন তারা। কিন্তু সে দেওয়ালে নেই মানবিকতার চিহ্ন মাত্রও।সরেজমিনে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধানগর গোল চত্বরে রয়েছে একটি মানবতার দেওয়াল। সে দেওয়ালে লাগানো রয়েছে নানান রকম পোস্টার।দুই বছর আগে আখাউড়া প্রবাস বন্ধু নামের একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন মানবতার এ দেওয়াল।গড়ে তোলার মাসখানেক পরে স্থানীয় সামাজিকতার মতো দেওয়াল থেকেও চলে যায় মানবতা। দেওয়ালে ‘আপনার অপ্রয়োজনীয় কাপড় এখানে রেখে যান, প্রয়োজনীয় কাপড় নিয়ে যান’ লিখে সেখানে অসহায়, সুবিধাবঞ্চিতদের জন্য কাপড় ঝুলিয়ে রাখা হতো। কিন্তু বর্তমানে মানবতার দেওয়ালখানা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
স্থানীয় ব্যবসায়ী শরিফ ভুঁইয়া বলেন, ‘শুরুতে কিছু থাকলেও এখন আর কেউ এখানে কাপড় রাখেন না। দেওয়ার চেয়ে নেওয়ার লোক অনেক বেশি। শুরুতে বেশ কাপড় রাখা থাকতো। ধীরে ধীরে কমতে শুরু করে। অনেক দিন এমনিতেই পড়ে আছে মানবতার এ দেওয়ালটি।’
প্রবাস বন্ধু সংগঠনের সভাপতি মোহাম্মদ রাজু খান বলেন, উপজেলার বহু মানুষের চলাচল এখান দিয়ে। গুরুত্বপূর্ণ জনবহুল স্থান এটি। তাই প্রায় দুই বছর আগে আমাদের সংগঠনের চেষ্টায় এ গুরুত্বপূর্ণ স্থানে মানবতার দেওয়াল স্থাপন করে কিছু কাপড় রাখি। দেওয়ালটা ধরে রাখতে না পারার কারন হলো আমাদের সংগঠনের সদস্যরা প্রবাসী তাই পরিচর্যা করার মত কোনো লোকবল নাই। তাছারা বৃষ্টির কারণে এখানে কাপড়-চোপড় রাখলে নষ্ট হয়ে যায় অন্য কোন ভাবে কোন কিছু করা যায় কিনা তা নিয়ে ভাবতেছি।
কিউটিভি/অনিমা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৬