তলপেটের ব্যথা নিয়ে হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট

admin | আপডেট: ০৩ জানুয়ারী ২০২২ - ০৬:৪১:০৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো তলপেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ব্যথার জন্য তার কোনো অস্ত্রোপচারের প্রয়োজন আছে কি-না তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। 

রবিবার গভীর রাতে সাও পাওলোর  ভিলা নোভা স্টার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। 

চিকিৎসক অ্যান্তনিও লুইজ মাসেদো বলেছেন, বলসোনারোর অস্ত্রোপচারের সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় না। 

২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাহত হয়েছিলেন ৬৬ বছর বয়সী জইর বলসোনারো। এ জন্য তাকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

 

কিউটিভি/অনিমা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

▎সর্বশেষ

ad