ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

‘তারা আমার ঘরে ঢোকে এবং আমাকে হেনস্তা করে’

admin | আপডেট: ০২ জানুয়ারী ২০২২ - ০৮:১৮:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বেগম ফয়েজ ইসা, পাকিস্তান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি ফয়েজ ইসার স্ত্রী অভিযোগ করেছেন- কয়কজন দুষ্কৃতকারী তাঁর ঘরে প্রবেশ করে তাঁকে হেনস্তা করে এবং হুমকি দেয়। কেন্দ্রীয় ও সিন্ধু প্রদেশের সরকার বরাবর তিনি লিখিত অভিযোগ করেন। বিস্তারিত বিবরণ অনুযায়ী সেরেনা ইসা তাঁর বিবৃতিতে বলেন, ‘আমি তখন আমাদের সরকারি ভবনে রং করানোর কাজে ব্যস্ত ছিলাম। আমার মেয়ে আমাকে এ কাজে সাহায্য করছিল।

এ সময় দুজন অচেনা মানুষ আমাদের ওই ভবনে প্রবেশ করে এবং আমাকে হেনস্তা করে। পরে তারা আমাকে হুমকি দেয়।’ সেই সঙ্গে ওই দুজন ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করে নেয়। তিনি আরো বলেন, ‘এর কিছুক্ষণ পর আরো দুজন বাসায় আসে এবং আগের দুজনের মতোই আমাকে হুমকি দিয়ে যায়। ওই ব্যক্তিরা দাবি করে, তারা সরকারি কোনো একটি বিভাগের লোক।’ তিন পাতার ওই বিবৃতিতে তিনি ওই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
সূত্র : দি পাকিস্তান ডেইলি

 

 

কিউটিভি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

▎সর্বশেষ

ad