ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

‘তারা আমার ঘরে ঢোকে এবং আমাকে হেনস্তা করে’

admin | আপডেট: ০২ জানুয়ারী ২০২২ - ০৮:১৮:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বেগম ফয়েজ ইসা, পাকিস্তান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি ফয়েজ ইসার স্ত্রী অভিযোগ করেছেন- কয়কজন দুষ্কৃতকারী তাঁর ঘরে প্রবেশ করে তাঁকে হেনস্তা করে এবং হুমকি দেয়। কেন্দ্রীয় ও সিন্ধু প্রদেশের সরকার বরাবর তিনি লিখিত অভিযোগ করেন। বিস্তারিত বিবরণ অনুযায়ী সেরেনা ইসা তাঁর বিবৃতিতে বলেন, ‘আমি তখন আমাদের সরকারি ভবনে রং করানোর কাজে ব্যস্ত ছিলাম। আমার মেয়ে আমাকে এ কাজে সাহায্য করছিল।

এ সময় দুজন অচেনা মানুষ আমাদের ওই ভবনে প্রবেশ করে এবং আমাকে হেনস্তা করে। পরে তারা আমাকে হুমকি দেয়।’ সেই সঙ্গে ওই দুজন ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করে নেয়। তিনি আরো বলেন, ‘এর কিছুক্ষণ পর আরো দুজন বাসায় আসে এবং আগের দুজনের মতোই আমাকে হুমকি দিয়ে যায়। ওই ব্যক্তিরা দাবি করে, তারা সরকারি কোনো একটি বিভাগের লোক।’ তিন পাতার ওই বিবৃতিতে তিনি ওই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
সূত্র : দি পাকিস্তান ডেইলি

 

 

কিউটিভি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

▎সর্বশেষ

ad