
লাইফ ষ্টাইল ডেস্ক : ত্বক উজ্জ্বল করার জাদুকরী ফেসপ্যাক তৈরি করতে হলে সাতটি উপাদান প্রয়োজন। এগুলো হলো হলুদ, মুলতানি মাটি, অ্যালোভেরা, মধু, দুধের সর, টক দই, নারিকেল তেল।
ত্বকের যত্নে উপকারী এসব উপাদান ফেসপ্যাক তৈরিতে যেভাবে ব্যবহার করতে পারেন-
১। শীতে ত্বকের শুষ্কতা দূর করা, ফাটা ঠোঁটের পরিচর্যা, ত্বকের দাগছোপ দূর করা- এমন সমস্যাতে হলুদ দারুণ কাজ করে। ভেষজ গুণ থাকায় হলুদের সঙ্গে উপকারী নানা উপাদান মেশানো যায়।
২। ত্বকের জেল্লা বজায় রাখার পাশাপাশি আর্দ্রতার দিকেও খেয়াল রাখে মুলতানি মাটি। এর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে স্পর্শকাতর ও তৈলাক্ত ত্বকের জন্য উপকারী ফেসপ্যাক তৈরি করা যায়।
৩। ত্বকের মোলায়েম ভাব ধরে রাখতে মুলতানি মাটির সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।
৪। অতিরিক্ত শুষ্ক ত্বকে দুধের সরের সঙ্গে হলুদ দারুণ কাজ করে। ত্বকে জেল্লা আনতে এই ফেসপ্যাক দারুণ কাজ করে।
৫। ত্বকের জেল্লা বাড়িয়ে তোলার পাশাপাশি মাইল্ড এক্সফোলিয়েটরের কাজ করে টক দই। তাই হলুদের সঙ্গে টক দই মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। রোদে পোড়া বা সানবার্নের দাগ তুলতে এই ফেসপ্যাক দারুণ কাজের।
৬। স্পর্শকাতর ত্বকে ভালো কাজ করে নারকেল তেল। হলুদের সঙ্গে নারকেল তেল মিশিয়ে ত্বকে ব্যবহারে ব্রণ কমে, প্রদাহজনিত অস্বস্তি দূর হয়। ত্বকের হারানো জেল্লাও ফিরে আসে।
আয়শা/০৭ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫






