চোখের আলো ফিরে পাওয়া রোগীদের বিনামুল্যে চশমা বিতরণ করলেন – ব্যারিস্টার কায়সার কামাল

Ayesha Siddika | আপডেট:
Warning: Use of undefined constant January - assumed 'January' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48

Warning: Use of undefined constant February - assumed 'February' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48

Warning: Use of undefined constant March - assumed 'March' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48

Warning: Use of undefined constant April - assumed 'April' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48

Warning: Use of undefined constant May - assumed 'May' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48

Warning: Use of undefined constant June - assumed 'June' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48

Warning: Use of undefined constant July - assumed 'July' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48

Warning: Use of undefined constant August - assumed 'August' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48

Warning: Use of undefined constant September - assumed 'September' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48

Warning: Use of undefined constant October - assumed 'October' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48

Warning: Use of undefined constant November - assumed 'November' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48

Warning: Use of undefined constant December - assumed 'December' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48

Warning: Use of undefined constant Saturday - assumed 'Saturday' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48

Warning: Use of undefined constant Sunday - assumed 'Sunday' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48

Warning: Use of undefined constant Monday - assumed 'Monday' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48

Warning: Use of undefined constant Tuesday - assumed 'Tuesday' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48

Warning: Use of undefined constant Wednesday - assumed 'Wednesday' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48

Warning: Use of undefined constant Thursday - assumed 'Thursday' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48

Warning: Use of undefined constant Friday - assumed 'Friday' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48

Warning: Use of undefined constant am - assumed 'am' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48

Warning: Use of undefined constant pm - assumed 'pm' (this will throw an Error in a future version of PHP) in /home/u874110179/domains/quicktvbd.com/public_html/wp-content/themes/eurobangla24/functions.php on line 48
১২ সেপ্টেম্বর ২০২৫ - ০৬:১০:১০ পিএম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এগারো টি ধাপে ৯৩১ জন রোগীর মধ্যে ৪৫০ জন চোখে ছানিপড়া রোগী সফল অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পেয়েছেন। এর মধ্যে ২৩৫ জন নারী এবং ২১৫ জন পুরুষ রোগী ছিলেন। পুরো চিকিৎসা কার্যক্রমে সার্বিক সহায়তা করেছেন, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিরিশিরি ইউনিয়নের কাঁপাসাটিয়া বাজার দলীয় কার্যালয়ে বিনামুল্যে চশমা বিতরণ এবং অপারেশন হওয়া রোগীদের ফলোআপের ব্যবস্থা করেন মানবিক নেতা ব্যারিস্টার কায়সার কামাল। পাশাপাশি ওইসকল রোগীদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন তিনি। উনার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সকল শ্রেনী পেশার মানুষ। আজ শুক্রবার ১২৮ রোগীর মধ্যে ৯৯ জন রোগী চশমা গ্রহন করেছেন এবং বাকী ২৯ জন রোগীর চশমা দলীয় নেতাকর্মীগণের মাধ্যমে রোগীদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার।

উপজেলা বিএনপি কার্যালয় নেতাকর্মীরা বলেন, গত ফেব্রুয়ারী মাসে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে চিকিৎসা নিতে আসা রোগীতেদের মধ্যে ৯৩২ জন রোগীকে ছানি অপারেশনের জন্য তালিকা প্রস্তত করা হয়। ওই তালিকা ধরেই ১২তম ধাপে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা রোগীদের ময়মনসিংহে বিএনএসবি চক্ষু হাসপাতালের মাধ্যমে চক্ষু অপারেশন করানো হয়। এমন সেবামুলক কাজে শ্রম দিতে পেরে তৃণমুল পর্যায়ের দলীয় নেতাকর্মীরাও ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এসময়, বিএনপি‘র সাবেক যুগ্ন আহবায়ক বজলু পাঠান, উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বিরিশিরি ইউনিয়ন বিএনপি‘র সভাপতি আলহাজ¦ আজিজুল হক ফকির, সাধারণ সম্পাদক আবুল বাশার, কাঁকৈরগড়া ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক রাজা মিয়া, বাকলজোড়া ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক আনোয়ার খলিফা, উপজেলা যুবদলের সিনি: যুগ্ন-আহবায়ক মো. কাইয়ুম, পৌর যুবদলের সদস্য সচিব স¤্রাট গনি সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এছাড়া গত ১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে নাজিরপুর ঈদ গাঁ মাঠে ‘ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে চিকিৎসাসেবা প্রদানে সহযোগিতা করেন ডক্টর অ্যাসোসিয়শেন অব বাংলাদেশ (ড্যাব)। দিনব্যাপী চলা এ ক্যাম্পে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা থেকে আসা অন্তত পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়। এতে ঢাকা পিজি হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে আসা অন্ত ৪৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা দেন। সেখানেও উপস্থিত থেকে আর্থিক ও সার্বিক সহযোগিতা করেন বিএনপি নেতা কায়সার কামাল।

চশমা নিতে আসা বাকলজোড়া গ্রামের জমিলা খাতুন (৬৯) বলেন, গত দুই বছর ধইরা আমার দুইডা চোখই প্রায় নস্ট অইয়া গেছিন। টেহার অভাবে অতোদিন ডাক্তার দেহাইতে হারছিলাম না। গুজিরকোনা মাঠে চক্ষু ক্যাম্পে ডাক্তার দেহানোর হরে অহারেশন করাইয়া দিছে ব্যারিস্টার সাইব। টেহা ছাড়া ডাক্তার দেহাইছি। হরে ডাক্তার আমার খোজ নিছে। আইজ চশমা হাইছি, হেইলা আমার হুত (ছেলে) আল্লাহ্ তারে ভালা রাহুক।

এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আর্ত-মানবতার সেবায় বিএনপি’ এটাই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের শ্লোগান। এরই ধারাবাহিকতায় দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, এমন অসহায় মানুষদের চিকিৎসা করানোর মানবিক উদ্যোগ নেয়া হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। যাতে সাধারণ মানুষের পাশে থেকে মানুষের কল্যানে কাজ করতে পারি।

 

 

আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:০৫

▎সর্বশেষ

ad