ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

রাজশাহীতে দুই মাথা যুক্ত এক শিশুর জন্ম

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ - ০৬:৩৬:১১ পিএম
রাজশাহী জেলা প্রতিনিধি : (২ আগস্ট) শনিবার রাতে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে দুই মাথা বিশিষ্ট এক কন্যাশিশুর জন্ম হয়েছে। বিরল এ ঘটনাটি ঘটেছে রাত সাড়ে আটটার দিকে। শিশুটির মা সুমাইয়া খাতুন এবং বাবা গোলাম আযম। তাদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, প্রসব বেদনা শুরু হলে সুমাইয়াকে খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শিশুটির জন্ম দেন। চিকিৎসকেরা শিশুটিকে দেখার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। বর্তমানে শিশুটি রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে আছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে রায় জানান, এটি যমজ শিশু নয়, এটি জন্মগত ত্রুটি। শিশুটির শরীর একটি হলেও মাথা দুটি, যার কারণে চারটি চোখ, চারটি কান, দুটি নাক এবং দুটি মুখ রয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা খুবই বিরল এবং বর্তমানে শিশুটির জীবন বাঁচানোই চিকিৎসকদের প্রধান লক্ষ্য। সে অনুযায়ী চিকিৎসা চলছে।

 

 

আয়শা/৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৩৩

▎সর্বশেষ

ad