ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

এক ওভারে তামিম-ম্যালানকে বিদায় করে শরিফুলের চমক

Ayesha Siddika | আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২৫ - ১১:১১:৩৭ পিএম

স্পোর্টস ডেস্ক : বিপিএল ফাইনালে ১৯৫ রানের লক্ষ্যে ব্যাটে করতে নেমে অধিনায়ক তামিম ইকবালের ব্যাটে উড়ন্ত শুরু পেয়েছিল ফরচুন বরিশাল। মাত্র ২৪ বলে ফিফটি তুলে নিয়েছিলেন এই ওপেনার।

কিন্তু পাওয়ার প্লের পরেই হোঁচট খেল বরিশাল। এক ওভারে তামিম ইকবাল এবং তিনে নামা ডেভিড ম্যালানকে সাজঘরের পথ চিনিয়েছেন চিটাগং পেসার শরিফুল ইসলাম।

নবম ওভারের প্রথম বলে ৫৪ রান করা তামিমকে খালেদের ক্যাচ বানিয়েছেন তিনি। এরপর ইংলিশ ব্যাটার ম্যালানকে ফেলেছেন লেগ বিফোরের ফাঁদে। এই দুই উইকেট হারিয়ে এখন কিছুটা ব্যাকফুটে বর্তমান চ্যাম্পিয়নরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে বরিশালের রান ২ উইকেটে ৯৫। জয়ের জন্য বাকি ১০ ওভারে ঠিক ১০০ রান চাই তাদের।চিটাগংয়ের বিপক্ষে প্রথম কোয়ালিফাইয়ারে জয়ের নায়ক তাওহিদ হৃদয় এখনো ক্রিজে আছেন, ৩২ রানে ব্যাট করছেন তিনি। অন্য প্রান্তে নতুন ব্যাটার কাইল মায়ার্স (২*) রান।

এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করে চিটাগং। পারভেজ হোসেন ইমন এবং খাজা নাফের জোড়া ফিফটিতে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান তোলে দলটি। ঝড়ো ব্যাটিংয়ে ৪৯ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন ইমন। ৪৪ বলে ৬৬ রান আসে পাকিস্তানি নাফের ব্যাটে। তিনে নেমে ২৩ বলে ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলে চিটাগংকে দুইশ ছোঁয়া স্কোর পেতে সাহায্য করেন ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক।

 

 

কিউটিভি/আয়শা/৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১১:০৮

▎সর্বশেষ

ad