
লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শফিকুল ইসলাম খানের নির্দেশে এস.আই মোঃ খোরশেদ আলম সংগীয় ফোর্স নিয়ে, ৬ জানুয়ারি রাত সাড়ে ১১টায় ময়মনসিংহ জেলার ভাবখালী কাচারি বাজার নদীর ঘাটের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় কয়েকজন জুয়াড়ী তাস দ্বারা টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় ৯ জন জুয়াড়ীকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় ।
গ্রেপ্তারকৃত জুয়াড়ীরা হলেন জামালপুরের মাসুদ করিম , মর্তুজা রেজা , মোঃ মোজাম্মেল , মোঃ মফিজুর রহমান , নান্দাইলের অরুণ খান , রুহুল আমিন , ত্রিশালের মোফাজ্জল হোসেন , রতন মন্ডল , ভালুকার কায়কোবাদ হোসেন । জুয়ার আসর থেকে জুয়াড়ীদের ব্যবহৃর ৩ টি প্রাইভেট কার নগদ ১৩১৮০ টাকা , তাস, মোমবাতি ও চার্জার লাইট উদ্ধার করেন ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনা স্থল থেকে আরো ১০ থেকে ১৫ জন জুয়াড়ী পালিয়ে যায় । উল্লেখিত বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি বলেন পালিয়ে যাওয়া আসামিদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে । আসামীদের খুব দ্রুত কোর্টে চালান করা হবে ।
কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৪৪