
স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় নিহতের পরিবারকে সহায়তা করায় ৫ ব্যাংকারের নামে মামলা করে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সোমবার পটিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ করা হয়।
সামশুল আলম চিকিৎসাধীন মারা যাওয়ার পর তার পরিবারকে নানাভাবে সহায়তা করায় ৫ জন ব্যাংকারসহ আহতের পরিবারের ৮ জন সদস্যদের চুরি ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দেওয়া হয়েছে। গত ১ জানুয়ারি পটিয়া আদালতে মামলাটি দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১৪ নভেম্বর বিকাল ৫টায় পাহাড়ের বাগান থেকে বাড়ি ফেরার সময় সামশুল আলমকে প্রথম দফা মারধর করা হয়। ওই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও আসামিরা থানায় হাজির হননি। এরপর গত ২১ ডিসেম্বর বিকালে হাইদগাঁও ভাঙাপুলে আবারো হামলা চালায়। এ সময় তার শরীরে মারাত্মকভাবে জখম হয়। পরে ৩০ ডিসেম্বর তিনি মারা যান।
ওই ঘটনার পর হত্যা মামলা দায়ের করা হলে এতে ক্ষিপ্ত হয়ে ১ জানুয়ারি ৫ ব্যাংক কর্মকর্তাসহ ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এতে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা রয়েছেন। নিহতের পরিবার ও ব্যাংক কর্মকর্তারা হত্যাকারীদের গ্রেফতার এবং মিথ্যা মামলা তদন্তপূর্বক বাতিলের দাবি জানান।
কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৪৩