ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮৮ ফিলিস্তিনি নিহত

Anima Rakhi | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ১০:৩৩:১২ এএম

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি নিয়ে এবং জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে আলোচনা চলছে। তবে, এর মধ্যেও থেমে নেই দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা। রোববারও বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একদিনে আরও ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোববার (৫ জানুয়ারি) রাফা, নাবলুস ও দেইর আল বালাহ এলাকায় হামলা চালায় ইসরাইলি সেনারা। নাবলুসে দোকান পাট বন্ধ করে সামরিক চেক পয়েন্ট বসিয়েছে তারা।

রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতি বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় ৮৮ জন নিহত এবং ২০৮ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে এক সংঘর্ষে প্যালেস্টেনিয়ান ইসলামিক জিহাদের এক কমান্ডার মারা গেছে।

এদিকে, বন্দিদের ফিরিয়ে আনার বিষয়ে হামাসের সঙ্গে কাতারের দোহায় আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।

বার্তা সংস্থা রয়টার্সকে হামাস জানায়, ইসরাইলের উপস্থাপিত ৩৪ বন্দির একটি তালিকা অনুমোদন করেছে তারা। যা সম্ভাব্য চুক্তিতে বিনিময়ের জন্য ব্যবহার করা যেতে পারে। এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি বলে জানায় হামাস।

যুদ্ধবিরতির আগেই প্রাণ হারানোর আশঙ্কা করছেন ফিলিস্তিনিরা। ২০২৩ সালের অক্টোবর শুরু হওয়া হামলায় এ পর্যন্ত মারা গেছেন ৪৫ হাজারের বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর টানা এই হামলায় আরও অন্তত এক লাখ ৯ হাজার ৬৪ জন ব্যক্তিও আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ গাজাবাসী।

কিউটিভি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:৩৩

▎সর্বশেষ

ad