পাঁচ ঘণ্টার কম সময়ে সিরিয়ায় ৬০টির বেশি ইসরায়েলি বিমান হামলা

Anima Rakhi | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ - ১০:৪৫:১৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বিমান হামলা তীব্রতর হয়েছে এবং পাঁচ ঘণ্টারও কম সময়ে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় ৬০টির বেশি হামলা চালানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ব্রিটিশভিত্তিক এনজিও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস

এনজিওটি তাদের প্রতিবেদনে বলেছে- এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের শুরু শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায়। ৬১টি বিমান হামলা সিরিয়ার ভূখণ্ডে পরিচালিত হয়েছে এবং এই আক্রমণ এখনও চলছে।

হামলাগুলো মূলত সামরিক অবকাঠামো এবং অস্ত্রের গুদামগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে।  এসব গুদামে প্রচুর পরিমাণে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, মর্টার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম মজুদ ছিল, যা ধ্বংস করার লক্ষ্যেই ইসরায়েলের এই হামলা।

কিউটিভি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৪৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad