ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু

Anima Rakhi | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ - ১২:৫১:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও দুইজন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

গত সপ্তাহে পশ্চিম জাভার সুকাবুমী জেলায় অতিরিক্ত বৃষ্টিপাত ভূমিধস ও বন্যার সৃষ্টি করে। এতে পাহাড়ি গ্রামগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রবল বৃষ্টিতে বেশ কয়েকটি নদীর তীর ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে।

জানা যায়, বন্যায় ১৭০টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য তিন হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ অঞ্চলে বেশ কিছু সেতু, সড়ক ও বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

সুকাবুমীর একটি উদ্ধার কমান্ড পোস্টের প্রধান ইউদি হরিয়ান্তো বলেন, উদ্ধারকারীরা তেগালবুলেদ, সিম্পেনান ও চিয়েমাস গ্রাম থেকে অন্তত ১০টি মরদেহ উদ্ধার করেছেন, যার মধ্যে তিনজন শিশু।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, রাস্তাগুলো কাদা-পানির নদীতে পরিণত হয়েছে এবং বন্যার পানিতে গাছপালা উপড়ে পড়েছে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, চরম আবহাওয়ার কারণে ৪০০টিরও বেশি বাড়ি ঝুঁকিপূর্ণ হওয়ায় আরও এক হাজার মানুষকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্যোগে ৩১টি সেতু, ৮১টি রাস্তা এবং ৫৩৯ হেক্টর ধানখেত নষ্ট হয়ে গেছে। এ  ছাড়া ১ হাজার ১৭০টি বাড়ি পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে।

কিউটিভি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:৫১

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad