ব্রেকিং নিউজ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ শহীদ সাইদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না-রিজভী কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ছাত্র আন্দোলনে হামলাকারী লিটন আকন্দ’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খোকন ঢাকায় গ্রেফতার বিএনপির সাবেক এমপি কালামসহ ৩২ জনের নামে মামলা

সবাই মিলে সরকার গঠন করলে গণতন্ত্র মজবুত হবে: তারেক রহমান

Ayesha Siddika | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ - ১১:৩৭:৫৯ পিএম

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির ৩১ দফা শুধু আমাদের দলীয় দাবি নয়, এতে গণতান্ত্রিক অনেক রাজনৈতিক দলের মতামতও রয়েছে। এ ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ১৭ বছর ধরে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি এবং জনগণের সমর্থন ছাড়া কোনোভাবেই ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে রংপুর ও বরিশাল বিএনপির কর্মশালায় ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশকে গড়তে হলে দল মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই মিলে সরকার গঠন করলে সবাই সবার অধিকারের কথা বলতে পারবে। গণতন্ত্র আরও মজবুত হবে।  

তিনি আরও বলেন, বিএনপির প্রতি মানুষের যে আস্থা আছে তা ধরে রাখতে হবে, এটি ধরে রাখতে সবাইকে চেষ্টা করতে হবে। নিজেদের মধ্যে কোনোভাবে কোন্দলে জড়ানো যাবে না। এজন্য বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিগত সময়ের মতো মানুষের পাশে দাঁড়াতে হবে।

তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের কর্মী হিসেবে সবচেয়ে বড় পুঁজি হলো জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা। যারা ১৫ বছর জোর করে ক্ষমতায় টিকে ছিল তারা এখন নেই, তার কারণ হলো তারা জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা হারিয়েছে। যার কারণে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

রংপুরে শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে শুরু হয় এ কর্মশালা। এ কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রংপুর ও বরিশালের নেতাকর্মীদের মুক্ত আলোচনায় কথা মনোযোগসহকারে শোনেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মওদুদ হোসেন আলমগীর। তিনি ৩১ দফা দাবি বিস্তারিত নেতাকর্মীদের মাঝে তুলে ধরেন। বিভাগীয় কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী সংগীতশিল্পী বেবি নাজনীনসহ বিএনপির রংপুর জেলা, মহানগর ও বিভাগীয় নেতাকর্মীরা।

 

 

কিউটিভি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৩৪

▎সর্বশেষ

ad