ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

হুমকির আবহে দুবাইয়ে সালমান, কী নিয়ে চিন্তিত অভিনেতা

Ayesha Siddika | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ - ০৬:০৪:১৬ পিএম

বিনোদন ডেস্ক : লরেন্স বিষ্ণোইয়ের তরফ থেকে হুমকি জারি আছে এখনও। এর মধ্যেই বলিউড অভিনেতা সালমান খান উড়ে গেছেন দুবাইয়ে। ‘দ্য-ব্যাং রিলোডেড টুর’-এ সালমানের সঙ্গে আছেন সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজ, মনীষ পালেরা। সম্প্রতি দেশ ছেড়েছেন ভাইজান।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, ‘বিগ বস’-এর সঞ্চালনার কারণে তাকে ছাড়া হয় না। তবে এই সপ্তাহান্তে থাকছেন না সালমান খান। তার বদলে দেখা যাবে কোরিওগ্রাফার ফারাহা খানকে। সম্প্রতি দেশ ছেড়েছেন ভাইজান। একের পর এক হুমকি আসছে লরেন্স বিষ্ণোইয়ের তরফ থেকে। এরই মধ্যে তিনি দুবাইয়ে আছেন। ডিসেম্বরেই হচ্ছে সালমানের ‘দ্য-ব্যাং রিলোডেড টুর’। অনুষ্ঠানে আছে ভাইজানের নাচও। তবে মঞ্চে অনুষ্ঠানে নাচার আগে নাকি বেশ কিছু বিষয়ে সতর্ক থাকেন সালমান।

অভিনেতা বলেন, আমি মঞ্চে ওঠার আগে দেখে নিই পোশাক ঠিক আছে কিনা। পোশাকের চেনও ঠিকঠাক আছে কিনা যাচাই করে নিই। হাসতে হাসতে ভাইজান আরও বলেন, আমি প্রার্থনা করতে থাকি, নাচের কোনো অংশ যেন ভুল না করে ফেলি। যদি ভুলেও যাই, দর্শক যেন বুঝতে না পারেন আমি ভুল করেছি। অনুষ্ঠানের আগে এ ভাবনাই মাথায় ঘোরাফেরা করে।

মুম্বাই থেকে দুবাই যাওয়ার সময় সালমানের সঙ্গে দেখা গিয়েছিল বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকীকেও। ‘দ্য-ব্যাং রিলোডেড টুর’-এ সালমানের সঙ্গে থাকছেন সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজ, মনীষ পালেরা। এর আগে কয়েক দিন আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান। তার পরেই সটান পৌঁছে গিয়েছিলেন মুম্বাই বিমানবন্দরে। তার আগেই বুধবার রাতে মুম্বাইয়ের দাদর এলাকার জোন-৫-এ সালমানের শুটিং লোকেশনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। সেই সময় বলিউড তারকা নিজে সেখানে উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রের খবর, সেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তি লরেন্সের নাম করে হুমকি দেন। এর পর তাকে আটক করা হয়। পরে শিবাজি পার্ক থানার পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

 

 

কিউটিভি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad